For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশের মাটিতে ৫ ভারতীয়র অপহরণ! সুষমা দিলেন সাহায্যের আশ্বাস

অপহরণের পর ১৬ দিন কেটে গেলেও, তাদের পরিবারের সদস্যের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন, নাইজেরিয়ার বনি থেকে অপহৃতপাঁচ ভারতীয়ের একজনের পরিবার।

Google Oneindia Bengali News

অপহরণের পর ১৬ দিন কেটে গেলেও, তাদের পরিবারের সদস্যের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন, নাইজেরিয়ার বনি থেকে অপহৃত
পাঁচ ভারতীয়ের একজনের পরিবার। যদিও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আশ্বাস, তিনি এবিষয়ে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই তিনি সেখানকার ভারতীয় হাইকমিশনকে
নাইজেরিয়া সরকারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

বিদেশের মাটিতে ৫ ভারতীয়র অপহরণ! সুষমা দিলেন সাহায্যের আশ্বাস

নাইজেরিয়ায় জলদস্যুরা ১৯ এপ্রিল অপহরণ করেছে ভূপিন্দার গুলিয়ার ২০ বছরের ভাগ্নে হরিয়ানার রোহতকের বাসিন্দা অঙ্কিতকে। এরপর থেকে তিনি জাহাজের মালিক,
কোম্পানি এবং বিদেশমন্ত্রকে যোগাযোগ করেছেন। কিন্তু ভাগ্নের উদ্ধার নিয়ে কোনও তথ্য পাননি বলে জানিয়েছেন। অঙ্কিতের বিধবা মাকে এই অপহরণের কথা জানানো
হয়নি।

এম/টি অ্যাপেকাস জাহাজে অর্ডিনারি সিম্যান হিসেবে কর্মরত ছিলেন অঙ্কিত। নাইজেরিয়ার লাগোসের কাছে ১৯ এপ্রিল ওই জাহাজে প্রায় ১৫ জনের জলদস্যু
হানা দেয়। অঙ্কিতের সঙ্গে আরও ছয়জনকে অপহরণ করা হয়। সাতজনের মধ্যে পাঁচজন ভারতীয়। জাহাজ থেকে অপহৃত তৃতীয় অফিসার সুদীপ চৌধুরীর স্ত্রী
ভূপিন্দার গুলিয়াকে ২৪ এপ্রিল অপহরণের খবর দেন।

[আরও পড়ুন:কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে রয়েছেন মোদী-রাহুল, অভিযোগ আপের ][আরও পড়ুন:কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে রয়েছেন মোদী-রাহুল, অভিযোগ আপের ]

অঙ্কিতের পরিবারের তরফ থেকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরে তাঁর হস্তক্ষেপেরও দাবি করা হয়।

মঙ্গলবার সকালে এই অপহরণ নিয়ে টুইট করেন সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, জলদস্যুদের হাত থেকে অপহৃত ভারতীয়দের উদ্ধারে তিনি ইতিমধ্যেই নাইজেরিয়ায় ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, তারা বিষয়টি সম্পর্কে অবগত। বিদেশমন্ত্রকও নাইজেরিয়া সরকারের সঙ্গে কথা বলেছে। তারা আশাবাদী
অপহৃত সকলেই ফিরে আসবেন।

[আরও পড়ুন: মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার][আরও পড়ুন: মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার]

English summary
Sushma Swaraj assures action on abduction in Nigeria with include 5 Indians. There is no newson their family member, claims the family of one of the abducted men.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X