For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সামনে পাকিস্তানের স্বরূপ প্রকাশ, ইমরানকে নিশানায় ১০ তির ছাড়লেন সুষমা

পাকিস্তান মুখে এক আর কাজে আর এক। এই দুমুখো নীতি নিয়েই চলছে বরাবর। শনিবার জাতিসঙ্গের সাধারণ অধিবেশনে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান মুখে এক আর কাজে আর এক। এই দুমুখো নীতি নিয়েই চলছে বরাবর। শনিবার জাতিসঙ্গের সাধারণ অধিবেশনে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এদিন নাম না করে ইমরান খানকে কটাক্ষ করেন। বলেন, সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়। বৈঠক-আলোচনায় বসার পরিবেশই নেই।


তিনি বলেন, এখনও জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান। ২৬/১১-র মাস্টার মাইন্ড এখনও পাকিস্তানে রয়েছেন। পাকিস্তানে নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন হাফিজ সঈদ। আবার ভোটেও দাঁড়াচ্ছেন। তাহলে কীভাবে আলোচনা সম্ভব? রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন থেকে ইসলামাবাদকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

সন্ত্রাসবাদ ইস্যুতে সুষমা স্বরাজ যে ১০টি ইস্যুতে নিশানা করলেন পাকিস্তানকে

চ্যালেঞ্জ প্রতিবেশীরাই

নিউইয়র্কে ৯/১১ এবং মুম্বইয়ে ২৬/১১-র ঘটনা শান্তির প্রত্যাশাকে ধ্বংস করে দিয়েছে। ভারত এর শিকার হয়েছে এবং ভারত সন্ত্রাসবাদ নির্মূল করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ছাড়া অন্য কেউ এর মধ্যে নেই।

ভারত নিরাশ করবে না

আমি আশ্বস্ত করতে পারি যে ভারত কখনই নিরাশ করবে না। শান্তিপ্রক্রিয়ায় ২০৩০ সালের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতত চেষ্টা করে যাচ্ছেন। যে কাজ তিনি শুরু করেছেন তা প্রতিফলিত করে আমরা আগেই লক্ষ্যমাত্রা অর্জন করব।

সন্ত্রাসবাদে দক্ষ

"আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ বিস্তারের ক্ষেত্রেই শুধু দক্ষ নয়, তারা দক্ষতা অর্জন করেছে কাজের প্রত্যাখ্যান করার ক্ষেত্রেও। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হল- ওসামা বিন লাদেনকে পাকিস্তানে দেখা গিয়েছিল।

হাফিজ সইদ পাকিস্তানে

"৯/১১-র মাস্টারমাইন্ড মারা গিয়েছেন, কিন্তু ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ আজও ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। ভারতকে ধমকাচ্ছে, ভোটে লড়ছে, সবই হচ্ছে পাকিস্তানে থেকে।

বৈঠক সাইডলাইনে

জাতিসংঘের ইউএনজিএ'র ডাকা ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক সাইডলাইনে পাঠানো হয়েছে। এখন আলোচনার প্রস্তাব আসছে। কিন্তু সন্ত্রাস ছেড়েছে কি পাকিস্তান? প্রতিক্রিয়া সুষমা স্বরাজের।

মিথ্যা ফোটোগ্রাফ

গতবার পাকিস্তানের প্রতিনিধি উত্তর দেওয়ার অধিকার ব্যবহার করে কিছু ছবি ভারতের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসাবে দেখায়। ওই ফটোগ্রাফ অন্য দেশে থেকে সরবরাহ করা হয়েছিল। এইরূপ মিথ্যা অভিযোগে আখ্যানের চলেই আসছে বলে জানান সুষমা স্বরাজ।

সন্ত্রাসীর চেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী কে

একজন সন্ত্রাসীর চেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী কে হতে পারে? যারা অন্য উপায়ে যুদ্ধ বাধিয়ে নির্দোষ মানুষের জীবনযাপন করে, তারা মানবাধিকারের নয়, অমানবিক আচরণের রক্ষাকারী। পাকিস্তান হত্যাকারীদের গৌরবান্বিত করেছে, এরা নির্দোষ রক্ত দেখতে অস্বীকার করে।

যুদ্ধবিরতি লঙ্ঘন

উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার টাঙ্গদারের সাইদোরা গ্রামে পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বর্তমানে গোলাবর্ষণ চলছে। আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে কাশ্মীরে।

জাতিসঙ্গে আবেদন

আজ আমি এই প্ল্যাটফর্ম থেকে আবেদন করছি শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার। সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে একমত হওয়ার পর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সমন্বিত কনভেনশন পাস করতে পারি ততই মঙ্গল।

জাতিসংঘের বড় প্লাটফর্ম

জাতিসংঘ সব জাতির কাছে সবথেকে বড় প্ল্যাটফর্ম। কিন্তু ধীরে ধীরে তার তাৎপর্য, প্রভাব, মর্যাদা ও ব্যবহার হ্রাস করা হচ্ছে। আমাদের চিন্তিত হওয়া উচিত যে আমরা জাতিসংঘের মতো মাধ্যমকে পেয়েও তা সঠিকভাবে ব্যবহার করি না। কেউ সংস্কারের জন্য প্রস্তুত নয়। আমদের এই ভুল করা উচিত নয়।

আরও যেসব বিষয় জাতিসঙ্ঘে উপস্থাপন করলেন সুষমা স্বরাজ

জন ধন যোজনা

বিশ্বের সবথেকে বড় আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প 'জন ধন যোজনা' চালু করা হয়েছে ভারতে। এই প্রকল্পের অধীনে ৩২ কোটি ৬১ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই লোকেরা আগে ব্যাংকগুলির দরজাও দেখেনি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বললেন সুষমা স্বরাজ।

জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ

জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ আজ বিশ্বের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের সবথেকে বড় শিকার উন্নয়নশীল এবং অবলম্বনশীল রাষ্ট্রগুলি, যে সমস্ত দেশের নিজেদের রক্ষা করার ক্ষমতা নেই, তারা সমস্যায় পড়ছে।

নিশানায় উন্নত দেশ

উন্নত দেশগুলি যারা প্রকৃতির ধ্বংস করে নিজেদেরকে উন্নত করেছে, তাদের এখন দায় ঝেড়ে ফেললে হবে না। তাদেরই দায়িত্ব নিতে হবে। ফিরিয়ে আনতে হবে পরিস্থিতি। বড় দেশগুলোর উচিত ছোট দেশগুলোকে সাহায্য করতে এগিয়ে আসা।

প্রসঙ্গ ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্থ। বহু প্রাণ চলে গিয়েছে। ভারতের পক্ষ থেকে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি। এই বিপর্যয়ের মুখোমুখি হওয়ার জন্য আমি ইন্দোনেশিয়াকে ভারত থেকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিচ্ছি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জানালেন সুষমা স্বরাজ।

সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা

বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা প্রকল্প 'আয়ুষমান ভারত' চালু করেছে ভারত। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তা চালু করেছেন। এই প্রকল্পের অধীনে ৫০ কোটি মানুষকে চিকিৎসার জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

English summary
External Affairs Minister of India Sushma Swaraj addresses United Nations and attacks Pakistan in General Assembly in New York. She reveals the ‘manifestation’ of Pakistan in front of the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X