পাটনার মসনদে কে? সব জল্পনা উড়িয়ে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানালেন মোদী
নির্বাচনের ফল বের হতেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে জোর জল্পনা শুরু হয়। কারণ প্রত্যাশা মতো এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী নীতীশ কুমার হলেও নির্বাচনের ফলের জেরে সেই বিষয়ে প্রশ্ন চিহ্ন উঠে যায়। এনডিএ জোটে চিড় ধরাতে সেই প্রশ্ন বারবার উত্থাপিত করেছে এলজেপি থেকে বিরোধীরা। সেই প্রশ্নেরই সোজাব সাপ্টা জবাব দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।

নীতীশজি মুখ্যমন্ত্রী হবেন
এদিন সুশীল কুমার মোদীকে বিহারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, 'ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এনডিএ জোট জিতলে নীতীশজি মুখ্যমন্ত্রী হবেন। সেই প্রতিশ্রুতি ভাঙার কোনও প্রশ্নই নেই। এই বিষয়ে বিভ্রান্তির কোনও অবকাশ থাকতে পারে না।'

অমিত শাহর ইঙ্গিত
উল্লেখযোগ্য ভাবে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁর বিজয় ঘোষণা সূচক টুইটে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি নীতেশের নাম উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, 'টুইটারে অমিত শাহ লেখেন, 'বিহারের প্রতিটি প্রান্ত জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে৷ গ্রহণ করেছে এনডিএর উন্নয়নের রাজনীতিকে৷ এটি বিহারের প্রত্যেক মানুষের আশা-আকাঙ্ক্ষার জয়। এটি প্রধানমন্ত্রী মোদী এবং নীতীশ কুমারের নেতৃত্বে জোড়া উন্নয়নের জয়। আমি এই জয়ের জন্য প্রত্যেক বিজেপি কর্মীকে অভিনন্দন জানাতে চাই৷'

'পাওয়ার ব্যালেন্স'-এ বদল
এদিকে নির্বাচনে জয়ের পর অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়েছেন নীতীশ। সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যেও থেকে যাচ্ছে আশঙ্কার কালো মেঘ। শেষ পর্যন্ত মহারাষ্ট্র পর্বের পুনরাবৃত্তি হবে না তো? আর এই আশঙ্কার কারণ, এনডিএ-তে 'পাওয়ার ব্যালেন্স'-এ বদল। নীতীশের দল নয়, বিহারে এখনও এনডিএ-র সিনিয়র পার্টনার বিজেপি।

এনডিএ জোটে এতদিন পর্যন্ত জেডিইউ-ই ছিল প্রধান
বিহারে এনডিএ জোটে এতদিন পর্যন্ত জেডিইউ-ই ছিল প্রধান৷ শক্তিও বেশি ছিল নীতীশের দলের৷ কিন্তু এবারের ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ার অবস্থা জেডিইউ-এর৷ এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে এনডিএ-র মুখ ছিলেন নীতীশ কুমার৷ এই পরিস্থিতিতে এনডিএ কি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার দিকে এগোবে? উঠতে শুরু করে এমন প্রশ্নই। তবে বিজেপি এখনও অনড় যে বিহারের মসনদে বসবেন নীতীশ কুমারই।

নীতীশের পতনের কারণ
এদিকে নীতীশ কুমারের দলের এই পতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে চিরাগ পাসোয়ানকে৷ কেন্দ্রে এনডিএর সঙ্গী এলজেপি বিহারে নীতীশের দলের বিরুদ্ধে সর্বত্র প্রার্থী দিয়েছিল৷ যার ফলে জেডিইউ-র ভোট ব্য়াপক হারে কমে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তবে, লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসনেই বিহারে জিততে পেরেছে৷

মোদী অপরাজেয় নন, ডবল ইঞ্জিনের জয়রথকে বেগ দিয়ে প্রমাণ করলেন তেজস্বী যাদব