
বাতিল বিরোধীদের নিয়ে জোট গড়ার চেষ্টা! মমতাকে আক্রমণ অন্য মোদীর
বাতিল বিরোধীদের নিয়ে জোট গড়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ফ্রন্ট গঠনের উদ্যোগকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেষ্টা হাস্যপদ বলে মন্তব্য করে টুইট করেছেন তিনি।

দিন তিনেক ধরে রাজধানী দিল্লিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি বিরোধীদলের নেতারা ছাড়াও যশবন্ত সিনহা, অরুণ শৌরি, শত্রুঘ্ন সিনহার মতো বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে সনিয়া গান্ধীর সঙ্গেও কথা হয় মমতার। সুশীল মোদীর দাবি, বিজেপির ত্রিপুরা জয়ের পর থেকে নতুন উদ্যোমে কাজে নেমেছেন মমতা।

সুশীল মোদী বলেছেন, বিজেপির ত্রিপুরা এবং অন্য রাজ্য জয়ে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্য তিনি তৃতীয় ফ্রন্ট গঠনের উদ্যোগ নিয়েছেন। জাতীয় রাজনীতিতে একঘরে হয়ে পড়া বাতিল দলগুলিকে নিয়ে উদ্যোগ শুরু করেছেন মমতা। বলেছেন সুশীল মোদী।
সুশীল মোদী আরও বলেছেন, তৃতীয় ফ্রন্ট গঠনে বিরোধী দলগুলি কাছাকাছি এলেও, সাধারণ নেতা বাছাই করতে তারা ব্যর্থ। নতুন সরকার গঠনের রূপরেখাও তাদের কাছে নেই বলেই দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী।
ঔরঙ্গাবাদ নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। স্থানীয় প্রশাসন ঘটনার দিকে কড়া নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি।