নতুন নির্বাচনী কমিশনার হলেন সুশীল চন্দ্র
সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেশন (সিবিডিটি) এর চেয়ারম্যান সুশীল চন্দ্র হলেন নতুন নির্বাচনী কমিশনার। লোকসভা ভোটে তাঁর অন্যতম নেতৃত্বে নির্বাচন কমিশন কাজ করবে।

২০১৮ সালের ২ ডিসেম্বর মুখ্য নির্বাচনী কমিশনার নিযুক্ত হয়েছিলেন সুনীল অরোরা। সুশীল চন্দ্র তাঁর সঙ্গে কাজ করবেন। আয়কর দফতরের যৌথ কমিশনার সত্য পিনিশেট্টি টুইট করে এই খবর সকলকে জানিয়েছেন।
Former IRS (IT)-1980 officer Sushil Chandra appointed as Election Commissioner. (File pic) pic.twitter.com/fS5vgZ8jHf
— ANI (@ANI) February 14, 2019
বর্তমানে সিবিডিটি চেয়ারম্যান হিসাবে কাজ করছিলেন তিনি। এই বছরের মে মাস পর্যন্ত এই পদে থাকার কথা ছিল তাঁর।
CBDT Chairman and 1980 batch IRS officer Sushil Chandra appointed as Election Commissioner. pic.twitter.com/cvEAN3xKiS
— Satya Pinisetty (@SatyaPinisetty) February 14, 2019
সুশীল চন্দ্র আইআইটি থেকে পাশ করেছেন। ১৯৮০ সালের ব্যাচের ইন্ডিয়ান রেভিন্যু সার্ভিসের অফিসার তিনি। কবে তিনি দায়িত্ব নিয়ে লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করেন এখন সেটাই দেখার।