সুশান্তের মৃত্যুতে আরও গাঢ় হল রাজনৈতিক রং! সিবিআই তদন্তের দাবিতে ময়দানে সুব্রহ্মণ্যম স্বামী
এবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আইনজীবী নিয়োগ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। টুইটারে স্বামী জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চাইতে অথবা গোটা ঘটনা ফৌজদারি অপরাধ হিসেবে দেখার দাবিতে জনস্বার্থ মামলা করতে ওই আইনজীবীকে বলেছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার সিবিআইকে দেওয়ার দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছেন সুশান্ত-অনুগামীরা। এদিকে সুশান্তের মৃত্যুর পর ২৫ দিন কেটে গেলেও এখনও কেন সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে না, তার জন্য প্রধানমন্ত্রী মোজীর কাছে আবেদন করেন প্রয়াত অভিনেতার অনুগামীরা। আর সেই আন্দোলনকে সমর্থন করেই এবার আইনজীবী নিয়োগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
টুইট বার্তায় স্বামী লেখেন, 'আমি ইতিমধ্যেই আইনজীবী ইসকরণ ভান্ডারির সঙ্গে কথা বলেছি। সুশান্ত ইস্যু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া যায় কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখার আবেদনও জানিয়েছি।'

প্রসঙ্গত, সুব্রহ্মণ্যমের আগে রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি-সহ আরও অনেক বিজেপি নেতা-মন্ত্রীরাই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবী করেছেন।