For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ রাজ্যের ভোটে কোথায় জিতবে বিজেপি? কোন রাজ্য হবে ত্রিশঙ্কু বিধানসভা? জেনে নিন কী বলছে সমীক্ষা

পাঁচ রাজ্যের ভোটে কোথায় জিতবে বিজেপি? কোন রাজ্য হবে ত্রিশঙ্কু বিধানসভা? জেনে নিন কী বলছে সমীক্ষা

Google Oneindia Bengali News

আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ইতিমধ্যেই তোরজোর শুরু হয়ে গিয়েছে। এদিকে পাঁচ রাজ্যের ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে তিন রাজ্যে বিজেপির জয় অবশ্যম্ভাবী। তবে পাঞ্জাব এবং গোয়া ত্রিশঙ্কু হওয়ার দিকেই এগোচ্ছে।

উত্তর প্রদেশে বিজেপির হয়

উত্তর প্রদেশে বিজেপির হয়

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে সবচেয়ে হেভিওয়েট যদি কিছু থেকে থাকে সেটা উত্তর প্রদেশ। কারণ এই উত্তর প্রদেশের ভোটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ২০২৪-র লোকসভা ভোটে বিজেপির ভাগ্য কোন দিকে থাকবে সেটা উত্তর প্রদেশের ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে। কারণ বলা হয়ে থাকে উত্তর প্রদেশে যে রাজনৈতিক দল সরকার গঠন করলে। দিল্লির মসনদ তার দখলেই থাকে। কাজেই উত্তর প্রদেশে নিজেদের শাসন কায়েম রাখা বিজেপির একটা বড় চ্যালেঞ্জ। ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১২টি আসন। ৪১.৩ শতাংশ ভোট পেয়েেছ। সমাজবাদী পার্টি পেয়েছে ৩৩.১ শতাংশ ভোট। সমীক্ষা বলছে এবারও উত্তর প্রদেশে বিজেপিই সরকার গড়বে। কিন্তু ভোটের দিন ঘোষণা হতেই একে একে বিজেপির নেতা মন্ত্রীরা পদ ছাড়তেশুরু করেছেন এমনকী শরিক আপনা দলের বিধায়করাও দল ছাড়তে শুরু করেছেন। সমাজবাদী পার্টিতে গিয়ে যোগ দিচ্ছেন তাঁরা।

কানায় কানায় জয় উত্তরাখণ্ডে

কানায় কানায় জয় উত্তরাখণ্ডে

একদিকে উত্তর প্রদেশে জয় যেমন নিশ্চিত করবে। তবে আসন সংখ্যা আগের বারের চেয়ে কমবে বিজেপির। অন্যদিকে উত্তরাখণ্ডেও জয়টা মসৃণ হবে না। অনেকটাই কমবে আসন সংখ্যা। সমীক্ষা বলছে ৩৬ থেকে ৪২টি আসন পাবে বিজেপি। ২০১৭ সালে উত্তরাখণ্ডে ৫৬টি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস পাবে ২৫ থেকে ৩১টি আসন। অর্থাৎ কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে এবার উত্তরাখণ্ডে। তার অন্যতম কারণ বিজেপির অন্তর্দ্বন্দ্ব। গত এক বছরে ৩ বার মুখ্যমন্ত্রী বদল হয়েছে উত্তরাখণ্ডে। আপ ২টির বেশি আসন পাবে না সেখানে।

মণিপুরে মসৃণ জয় বিজেপির

মণিপুরে মসৃণ জয় বিজেপির

মণিপুরে বিজেপি জয় অত্যন্ত মসৃণ হবে আগের বারের মতই। ৩১ থেকে ৩৭টি আসন পাবে বিজেপি। অন্যদিকে কংগ্রেস পাবে ১৩ থেকে ১৯টি আসন। ২০১৭ সালের ভোটে মনিপুরে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। এবারও সেই ধারা বজায় থাকবে বলে মনে করছে সমীক্ষা। তবে উত্তরপূ্র্বের রাজ্যগুলি আফস্ফা নিয়ে একটু বেশি সক্রিয় হয়ে উঠেছে। বিজেপি শাসিত নাগাল্যান্ডও আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

পাঞ্জাব-গোয়ায় ত্রিশঙ্কু বিধানসভা

পাঞ্জাব-গোয়ায় ত্রিশঙ্কু বিধানসভা

৫ রাজ্যের মধ্যে আরও দুই হাইভোল্টেজ রাজ্য হল পাঞ্জাব এবং গোয়া। গোয়ায় বিজেপি ক্ষমতায় রয়েছে। আর পাঞ্জাব রয়েছে কংগ্রেসের দখলে। গোয়ায় বিজেপির জয় নিয়ে সংশয় রয়েছে এমনই মনে করছে সমীক্ষা। কারণ গোয়াতেও একে একে বিজেপি বিধায়করা দল ছাড়তে শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে আপ এবং কংগ্রেস বেশ ভাল জায়গায় চলে এসেছে গোয়ায়। পাঞ্জাবের ক্ষেত্রেও সেই একই অবস্থা। চাপে রয়েছে কংগ্রেস। এদিকে শক্তি বাড়াতে শুরু করেছে আপ এবং বিজেপি। কাজই এই দুই রাজ্যে কোনও রাজনৈতিক দলইনিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে না বলে মনে করছে সমীক্ষা রিপোর্ট।

English summary
5states assembly polls update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X