For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহুরে ভারতীয়দের ৮৭ % করোনা মোকাবিলায় মোদীর কাজে খুশি, বলছে সমীক্ষা

শহুরে ভারতীয়দের ৮৭ % করোনা মোকাবিলায় মোদীর কাজে খুশি, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা মোকাবিলায় সঠিক পথেই দিশা দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। বহুজাতিক সংস্থা ইপসস ২৩-২৬ এপ্রিলের মধ্যে এই সমীক্ষা চালিয়েছে। ১৩ দেশে ২৬০০০ মানুষের কাছে এব্যাপারে প্রশ্ন রাখা হয়েছিল। সমীক্ষায় দেখা গিয়েছে ১৩ টি দেশের মধ্যে ৯ টি দেশের অধিকাংশ মানুষই মনে করছেন সরকার করোনা মোকাবিলায় ভাল কাজ করছে।

করোনা মোকাবিলায় মোদী সরকারের রিপোর্ট কার্ড

করোনা মোকাবিলায় মোদী সরকারের রিপোর্ট কার্ড

ইপসসের সমীক্ষায় করোনা মোকাবিলায় মোদী সরকারের রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। যেখানে ৮৭ শতাংশ শহুরে বসবাসকারী ভারত সরকারকে ভাল রেটিং দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সরকার সঠিক সময়ে কাজ শুরু করেছে

সরকার সঠিক সময়ে কাজ শুরু করেছে

ইপসস ভারতের সিইও অমিত আদারকার বলেছেন, সরকার সঠিক সময়ে লকডাউন চালু করেছে। সঙ্গে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে সরকার সতর্কতার সঙ্গে গ্রিন জোনে আংশিক কাজ শুরু করতে চাইছে। সরকারের এইসব পদক্ষেপকে সমর্থন করেছেন বেশিরভাগ শহুরে জনগণ। বলেছেন তিনি।

ভাল কাজ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

ভাল কাজ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। চিনের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলেছে। যদিও সমীক্ষা চালানো ১৩ টি দেশের মধ্যে ১১ টি দেশের মানুষ মনে করেন, মহামারী করোনা নিয়ন্ত্রণে বিশ্বস্বাস্থ্য সংস্থা ভাল পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে ভারতেও এই সমীক্ষা চালানো হয়েছিল। দেশের প্রায় ৭৫ শতাংশ শহুরে মানুষ মনে করেন বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা নিয়ন্ত্রণে ভাল কাজ করেছে।

করোনা যুদ্ধে সামিল ভারতীয় নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের তথ্য একনজরে করোনা যুদ্ধে সামিল ভারতীয় নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের তথ্য একনজরে

English summary
Survey says, About 87% Urban Indians give high ratings to Modi Govt's handling of COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X