For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ফের ক্ষমতায় ফিরতে পারে আপ, সমীক্ষায় বিজেপির পথে বিছানো কাঁটা

দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ৮ ফেব্রুয়ারি এক দফাতেই ৭০ টি আসনে ভোট হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। ৮ ফেব্রুয়ারি এক দফাতেই ৭০ টি আসনে ভোট হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিভিন্ন সমীক্ষার ফল সামনে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে দিল্লিতে ফের আপই ক্ষমতায় আসতে চলেছে।

দিল্লিতে নির্বাচন ৮ ফেব্রুয়ারি, ফল ১১ ফেব্রুয়ারি

দিল্লিতে নির্বাচন ৮ ফেব্রুয়ারি, ফল ১১ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন সোমবার দিল্লিতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে। ৮ ফেব্রুয়ারি ভোট হবে। আর গণনা হবে ১১ ফেব্রুয়ারি। জানিয়েছে কমিশন।

আইএএনএস-সি ভোটার সমীক্ষা

আইএএনএস-সি ভোটার সমীক্ষা

আইএএনএস-সিভোটার সমীক্ষা চালিয়েছে। যদি ভোট ভোটের দিন ঘোষণার দিনই কল্পনা করে নেওয়া যায়, তাহলে আপ ৭০টির মধ্যে ৫৯ টি আসনে জয়লাভ করতে পারে। আর বিজেপি পেতে পারে ৮ টি আসন। অন্যদিকে কংগ্রেস জিততে পারে ৩ টি আসন।

প্রায় ২ দশক দিল্লিতে ক্ষমতার বাইরে বিজেপি

প্রায় ২ দশক দিল্লিতে ক্ষমতার বাইরে বিজেপি

প্রায় দুদশক দিল্লিতে ক্ষমতার বাইরে বিজেপি। তারা ক্ষমতায় ফেরার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে। তবে সমীক্ষার নিরিখে দেখা যাচ্ছে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ জিততে পারে সব থেকে বেশি হলে ৬৪ টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ৩ থেকে ১৩ টি আসন। কংগ্রেস পেতে পারে সব থেকে বেশি হলে ৬ টি আসন।

যেখানে ভাল ফল করতে পারে আপ

যেখানে ভাল ফল করতে পারে আপ

সমীক্ষায় দেখানো হয়েছে, আপ ভাল ফল করতে পারে আউটার দিল্লিতে। যেখানে ২৬ টি আশনের সবকটিতেই জিততে পারে তারা। এছাড়াও সেন্ট্রাল দিল্লি এবং ট্রান্স দিল্লিতে আপ পেতে পারে যথাক্রমে ১৭ ও ১৬ টি আসন।

English summary
Survey predicts AAP will sweep in Delhi assembly election with 59 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X