For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সভায় ফের সারোগেসি বিল, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি

শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে ফের রাজ্যসভায় আলোচনার জন্য পেশ করা হল সারোগেসি বিল। গত অধিবেশনে লোকসভা পাস হয়েছিল বিলটি।

Google Oneindia Bengali News

শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে ফের রাজ্যসভায় আলোচনার জন্য পেশ করা হল সারোগেসি বিল। গত অধিবেশনে লোকসভা পাস হয়েছিল বিলটি। তারপরে সেটি আলোচনার জন্য রাজ্য সভায় পাঠানো হয়। শীতকালীন অধিবেশনের প্রথমেই সারোগেসি বিলটি রাজ্যসভায় পেশ করা হয়।

রাজ্য সভায় ফের সারোগেসি বিল, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি

বৃহস্পতিবার সেটির উপর আলোচনা শুরু হয় রাজ্যসভায়। এই বিলে সারোগেসির বাণিজ্যিকীকরণ বন্ধের আইন করা হয়েছে। কিন্তু বিলটিতে একাধিক ইস্যুতে দ্বিমত থাকায় সরকারের পক্ষ থেকে সেটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। সেখানকার অনুমোদন পাওয়ার পর ফের সেটি রাজ্যসভায় আলোচনার জন্য পেশ করা হবে। শীতকালীন অধিবেশনেই বিলটি পাস করাতে চাইছে মোদী সরকার।

গত কয়েক বছরে সারোগেসি গোটা দেশে বাণিজ্যে পরিণত হয়েছে। সেটা বন্ধ করতে চাইছে মোদী সরকার। সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতেই এই সারোগেসি বিল। বিলে উল্লেখ করা হয়েছে যেকোনও দম্পতি চাইলেই সারোগেসি করাতে পারবেন না।

একমাত্র নিঃসন্তান দম্পতিরাই সেটা করাতে পারবেন। সেক্ষেত্রে তাঁদে বিবাহিত জীবন ১০ থেকে ১৫ বছর হতে হবে। পরিবারের নিকট আত্মীয়কে দিয়েই সারোগেসি করাতে হবে এমনই উল্লেখ করা হয়েছে বিলে। এমনকি সারোগেসির মাধ্যমে পাওয়া সন্তানের সম্পত্তি নিয়েও সুনির্দিষ্ট আইন করা হয়েছে এই বিলে।

যেই বিষয়ে সরগরম সংসদ, জেনে নিন কী সেই নির্বাচনী বন্ড!যেই বিষয়ে সরগরম সংসদ, জেনে নিন কী সেই নির্বাচনী বন্ড!

English summary
surrogacy bill send to select committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X