For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক! বরিসের বদলে ভারতে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি

  • |
Google Oneindia Bengali News

মোদী নিজে আমন্ত্রণ জানালেও প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে অনিশ্চতার মেঘ দানা বাঁধছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে গতকালই ২৬ জানুয়ারি ভারত সফর বাতিলের কথা জানিয়ে দেন বরিস জনশন।তাঁর পরিবর্তে চলতি বছরের প্রজাতন্ত্রের অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি।

প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক! বরিসের বদলে ভারতে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি

২৬ জানুয়ারির কুচকাওয়াজে পুরো সময় তিনি দিল্লিতেই কাটাবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে, বিদেশ মন্ত্রকের অধীনে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধান অতিথি হিসাবেও দেখা যায় সন্তোখিকে। এমনকী বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ক্তৃতাও দিতে দেখা যায় তাকে। এদিকে ২০২০ সালের জুলাইয়েই প্রথমবারের জন্য দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলের এই দেশের রাষ্ট্রপতি পদে বসেন চন্দ্রিকাপ্রসাদ।

এদিকে ইন্দো-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিতে চলতি বছরের ২৬ জানুয়ায়ী ভারতের প্রধান অতিথি হয়ে আসার জন্য বরিস জনশনকে আমন্ত্রণ জানান মোদী। গত ডিসেম্বরেই সেই আমন্ত্রণে সায়ও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে নয়া করোনা স্ট্রেনের প্রাদুর্ভাবের হাত ধরে ফের বেকায়দায় ইংল্যান্ড। ক্রমেই বেড়েছে আতঙ্ক। এমতাবস্থায় দেশবাসীকে বিপদের মধ্যে রেখে কী ভাবে ২৬ জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবসে আসবেন বরিস জনশন তা নিয়েই তৈরি হচ্ছিল ধোঁয়াশা।

৭ মাসে গোটা দেশে কয়েক গুণ বাড়ল করোনা বর্জ্যের পরিমাণ! ভয় ধরাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট৭ মাসে গোটা দেশে কয়েক গুণ বাড়ল করোনা বর্জ্যের পরিমাণ! ভয় ধরাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট

English summary
President of Indian origin of Suriname is coming to India instead of Boris jonshon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X