For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল অ্যাটাকের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রীর : মনোহর পার্রিকর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ অক্টোবর : পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী যে সফল সার্জিক্যাল অ্যাটাক চালায় তার বেশির ভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজধানী দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। সার্জিক্যাল অ্যাটাকের জন্য প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছিলেন বলেই এই অভিযান চালানো সম্ভব হয়েছে বলে এদিন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর মন্তব্য করেন। ['অস্ত্রোপচারের পর এখন কোমায় রয়েছে পাকিস্তান', কটাক্ষ প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকরের!]

গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গিয়ে ভারতীয় সেনাবাহিনী একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসার পরেও পাকিস্তান বার বার সার্জিক্যাল অ্যাটাকের সত্যতা অস্বীকার করেছে। বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাও সার্জিক্যাল অ্যাটাকের সত্যতা জানতে অভিযানের ভিডিও প্রকাশ করার দাবি করেন। এই সব মন্তব্যের তীব্র কটাক্ষ করেন প্রতিরক্ষামন্ত্রী। [ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছে, প্রমাণ দিলেন খোদ পাকিস্তান পুলিশের এসপি]

সার্জিক্যাল অ্যাটাকের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রীর : মনোহর পার্রিকর

কয়েকদিন আগেই সার্কিক্যাল অ্যাটার প্রসঙ্গে দলীয় নেতাদের সংযত থাকার পরামর্শ দিয়েছিলেন স্বয় নরেন্দ্র মোদী। এর মধ্যে আজ প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে। মনোহর পার্রিকরের মতে, এই অভিযানের প্রধান ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। তাই তিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য। [সার্জিক্যাল অ্যাটাকের প্রামাণ্য ভিডিও ফুটেজ দেখাতে তৈরি ভারত]

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি এদিন কংগ্রেসের তীব্র সমোলোচনায় সরব হন প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য কংগ্রেসের পক্ষ থেকে কয়েকদিন আগেই দাবি করা হয়েছিল, অতীতে তাদের সরকারও সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছিল। কিন্তু তা ঘটা করে প্রচার করেননি তারা। এর পাল্টা জবাবে মনোহর পার্রিকর বলেন,"কংগ্রেসের আমলে কোন সার্জিক্যাল অ্যাটাক হয়নি। কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা।" [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

গভীর রাতে ভারতীয় সেনা জওয়ানরা পাক অধিকৃত কশ্মীরে ঢুকে অভিযান চালায় একথা সেনাবাহিনীর লেফট্যনেন্ট জেনরেল রণবীর সিং সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন। এর পর থেকেই ভারত-পাক দু'দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েছে। ভারতের উপরে একধিক বার জঙ্গি হামলার ঘটানাও ঘটে চলছে। এরসঙ্গে বিভিন্ন দেশীয় রাজনৈতিক নেতৃত্বদের সার্জিক্যাল অ্যাটাক প্রসঙ্গে মন্তব্যের পাল্টা জবাব দিতেই আজ প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করলেন বলে রাজনৈতিক বিশেষঞ্জরা মনে করছেন।

English summary
Surgical strikes:major credit goes to PM Modi, says Manohar Parrikar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X