৩৫০ কেজি বিস্ফোরকের পাল্টা ১০০০ কিলোর জবাব! পাকিস্তানের হাল নিয়ে তুঙ্গে মিম, ট্রোল নেট দুনিয়ায়
'বদলা'.. গত ১৪ ফেব্রুয়ারির অভিশপ্ত দুপুরে পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর থেকে এই জিগিরই উঠেছিল দেশ জুড়ে। আর সেই জঙ্গি হামলার ১২ দিন বাদে টানা ২১ মিনিট ধরে পাকিস্তানের বুকে ১০০০ কেজির বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাক আশ্রিত জঙ্গি আদিল দার। আর তার জবাবে পাকিস্তানে ঢুকে আক্রমণ শানিয়েছে ভারত। এই হামলা আপাতত ইন্টারনেটে 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০' তকমায় খ্যাত। যা নিয়ে পাকিস্তানকে কেন্দ্র করে চলছে ট্রোল।
চোখ তুলে দেখোনা...
বিখ্যাত এক বাংলা গানকে নিয়ে পিকেএমকেবি হ্যাশট্যাগে এই পোস্টটি নিয়েও বেশ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া।
ইমরানের হাল
এক বিখ্যাত সোশ্যাল মিডিয়া পেজের তরফে পাকিস্তান ও বারতের পরিস্থিতি দেখাতে গিয়ে মোদী ও ইমরানের খনকে নিয়ে এই পোস্টটি উঠে আসে।
|
পাকিস্তানের হামলা
পাকিস্তানের হামলা নিয়েও একাধিক মিম পোস্ট হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একাধিক ফেসবুক, টুইটার পোস্ট-এ তা ধরা পড়ে।
|
ইমরান খানের সেনা নিয়ে মশকরা!
ভারতীয় সেনাকে সম্পূর্ণ ছাড় দিয়েছিলেন মোদী , তবে পাকিস্তান তার সেনার সঙ্গে সেই ঘটনা ঘটালে কী হতে পারত তা নিয়েও উঠে এসেছে মিম।
blockquote class="twitter-tweet" data-lang="en"> Pakistani Airforce is ready to retaliate. 🤣🤣 #Surgicalstrike2 pic.twitter.com/jwfRVPF5mN — Friends of RSS (@friendsofrss) February 26, 2019 |
পাকিস্তান নিয়ে মশকরা!
বেশ কয়েকটি পোস্ট ঘিরে রীতিমত মশকরা শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে এই পোস্টটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।