For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর কমেছে সন্ত্রাস হামলা : কেন্দ্রীয় সরকার

সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও সন্ত্রাসবাদ দুটিই কমেছে পাকিস্তানে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে একথা জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ মার্চ : সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও সন্ত্রাসবাদ দুটিই কমেছে পাকিস্তানে ভারতীয় সার্জিক্যালস্ট্রাইকের পর। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে একথা জানানো হয়েছে। পাশাপাশি ফের একবার সন্ত্রাস বন্ধ করে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানানো হয় ভারতের তরফে।['A ফর AK47, B ফর Bomb' আইএস জঙ্গিদের বইয়ের সহজপাঠ কেমন, জেনে নিন]

কেন্দ্রীয় সরকারের তরফে পেশ করা তথ্য থেকে জানা যায়, গত বছরে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ সন্ত্রাসবাদ চালানো হয়েছে পাকিস্তানের তরফে, তা অক্টোবরের পর থেকে কমে গিয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১০ টি সন্ত্রাসবাদের ঘটনা সামনে আসে, অক্টোবরের পর সে সংখ্যা ৮৭ টিতে নেমে যায়।['মায়ের রান্নাঘরে কীভাবে বানাবে বোমা'- শেখাচ্ছে IS টেক্সট বই]

ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর কমেছে সন্ত্রাস হামলা : কেন্দ্রীয় সরকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সার্জিক্যাল ট্রাইকের পর পাকিস্তান সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের পরিমাণ কমিয়েছে। পাশাপশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন পাকিস্তান চাইলে সন্ত্রাস বন্ধ করে আলোচনায় বসতে পারে, তবে এবিষয়ে উদ্যোগ নিতে হবে ইসলামাবাদকেই।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

এছাড়াও সংসদে কেন্দ্রের তরফে জানানো হয় যে , কাশ্মীরে শান্তি ফেরাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গেও আলোচনায় বসতে চায় সরকার। এবিষয়ে উদ্যোগ নিচ্ছে জম্মু কাশ্মীর সরকারও।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

English summary
Terrorist violence and ceasefire violations in J&K have come down after the surgical strikes on terror launch pads in Pakistan-occupied Kashmir, the government told Parliament on Wednesday. It also said that Pakistan would have to commit to halting state-sponsored terrorism if it wanted to resume dialogue with India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X