For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীর আবেগঘন চিঠি, আপ্লুত রায়না দিলেন কী জবাব?

প্রধানমন্ত্রী মোদীর আবেগঘন চিঠি, আপ্লুত রায়না দিলেন কী জবাব?

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির পর তাঁরই সতীর্থ তথা ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সুরেশ রায়নাকেও চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁ-হাতি ব্যাটসম্যানকে অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন দেশের শাসন ব্যবস্থার সর্বময় কর্তা। আপ্লুত হয়ে সেই চিঠির জবাবও দিয়েছেন সুরেশ রায়না।

রায়নাকে মোদীর চিঠি

রায়নাকে মোদীর চিঠি

গত ১৫ অগাস্ট দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন বাঁ-হাতি সুরেশ রায়না। ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা নেওয়া দুই ক্রিকেটারের আচমকা বিদায়ে স্মম্ভিত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। ধোনির মতোই রায়নায় বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন আদ্যন্ত ক্রিকেট প্রেমী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমএসের পর রায়নাকেও চিঠি লেখে ফেলেছেন শাসন ব্যবস্থার সর্বময় কর্তা।

কী বলেছেন মোদী

চিঠিতে সুরেশ রায়নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দলে ঠিক কতটা অংশ জুড়ে ছিলেন রায়না, তাও লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি রায়না দুর্দান্ত বোলার এবং ফিল্ডার। আহমেদাবাদের মোতেরায় ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে অপরাজিত ৩৪ রানের জয়সূচক ইনিংস খেলেছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি। মাঠে বসে রায়নার সেই ইনিংস দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন মোদী। রায়নাকে আদ্যন্ত টিমম্যান বলে গণ্য করেছেন দেশের শাসন ব্যবস্থার সর্বময় কর্তা।

আগামী দিনের শুভেচ্ছা

আগামী দিনের শুভেচ্ছা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুরেশ রায়নাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রিকেট মাঠের মতো রায়নার ব্যক্তিগত জীবনও স্বচ্ছলভাবে কাটুক, সেই কামনাই করেছেন মোদী।

English summary
Suresh Raina gives thanks to PM Narendra Modi for his letter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X