For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, রেল-এর দায়িত্বে আসতে পারেন নিতিন গড়করি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের আগে, ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন, বলে খবর। মনে করা হচ্ছে রবিবারই এই মন্ত্রীসভার রদবদল বাস্তবায়িত করা হবে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের আগে, ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন, বলে খবর। রবিবার দশটায় এই মন্ত্রীসভার রদবদল বাস্তবায়িত করা হবে। শপথ নেবেন মন্ত্রীরা। মন্ত্রীসভা রদবদল করে সংযুক্ত করা হবে রেল, সড়ক যোগাযোগ ও বন্দর যোগাযোগ বিষয়ক মন্ত্রককে। রেলের বাড়তি দায়িত্ব পেতে চলেছেন কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়করি। সেক্ষেত্রে সুরেশ প্রভু রেলের দায়িত্ব থেকে সরে গিয়ে পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন।

বড় রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়, রেল-এর দায়িত্বে আসতে পারেন নিতিন গড়করি

এদিকে বেশ কয়েকজন মন্ত্রীকে নিজের পদ থেকে সরে যেতে বলা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন বিজেপির ডাকসাইটে নেত্রী উমা ভারতী। জলসম্পদমন্ত্রী উমা ভারতীকে তাঁর শারীরিক অবস্থার কারণে ছাড়তে বলা হয়েছে। বিজেপির উত্তর প্রদেশ ইউনিটের প্রধান নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে পদ ছাড়তে বলা হয়েছে মহেন্দ্র নাথ পাণ্ডেকে। এছা়ড়াও বিহার বিজেপির বড় নাম তথা কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্টে দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী রাজীব প্রতাপ রুড়িকে নিজের জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বায়লন ও ফগ্গন সিং খুলসাটেও নিজেদের সংশ্লিষ্ট দফতর থেকে সরে যাচ্ছেন। ৭৫ বছর বয়সী কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রী কারলাজ মিশ্রকে সম্ভবত কোনও রাজ্যের রাজ্যপাল করা হতে পারে। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের সুপারিশের দুই জেডিইউ নেতাকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ দেওয়া হতে পারে।

গোটা বিষয়টি নিয়ে বিজেপি প্রধান অমিত শাহের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন নরেন্দ্র মোদী। ফলে এখন এই মন্ত্রীসভা রদবদলের ঘটনা বাস্তবায়িত হওয়া সময়ের অপেক্ষা।

English summary
At least five central ministers quit on Thursday as part of a larger restructuring, which is expected to take place by Sunday and is likely to see the creation of an integrated transport ministry under road and shipping minister Nitin Gadkari, who could be given charge of railways.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X