For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায়বেলায় আবেগপ্রবণ সুরেশ প্রভু, রেল পরিবারকে বার্তা

দায়িত্ব হাতবদলের পর টুইট করে যেমন পীযূষ গোয়েলকে অভিনন্দন জানিয়েছেন প্রভু তেমনই আবেগঘন টুইটে রেলের সমস্ত কর্মচারিকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দায়িত্ব আগেই ছাড়তে চেয়েছিলেন। কিন্তু সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে নিরস্ত করেছিলেন। কিন্তু অবশেষে রেলমন্ত্রক তাঁর হাত থেকে নিয়েই নিলেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হল পীযূষ গোয়েলের হাতে। দায়িত্ব হাতবদলের পর টুইট করে যেমন গোয়েলকে অভিনন্দন জানিয়েছেন প্রভু তেমনই আবেগঘন টুইটে রেলের সমস্ত কর্মচারিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: এই জিনিসটি সঙ্গে না নিলে বাতিল হতে পারে তৎকালের টিকিট][আরও পড়ুন: এই জিনিসটি সঙ্গে না নিলে বাতিল হতে পারে তৎকালের টিকিট]

বিদায়বেলায় আবেগপ্রবণ সুরেশ প্রভু, রেল পরিবারকে বার্তা

রেলমন্ত্রী হিসেবে সুরেশ প্রভু দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে রেল দুর্ঘটনার তালিকা ক্রমেই দীর্ঘ হয়েছে। পরিসংখ্যান বলছে, গত তিন বছরে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬০০-রও বেশি মানুষের। গত এক বছরেই ২০০- ওপর মানুষ মারা গিয়েছেন রেল দুর্ঘটনায়। সম্প্রতি উত্তরপ্রদেশে উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। ঠিক তিন দিনের মাথায় বেলাইন হয় কৈফিয়ৎ এক্সপ্রেস। আহত হন ৭০ জন যাত্রী। পরপর এই দুর্ঘটনাগুলির নৈতিক দায় নিয়ে পদ ছাড়তে চেয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। কিন্তু সেসময়ে তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে অপেক্ষা করতে বলেন মোদী।

কিন্তু তিনি যে আর রেলমন্ত্রী থাকছেন না তা কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কে তাঁর স্থলাভিষিক্ত হবেন তা নিয়েই ছিল জোর জল্পনা। রবিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে পীযূষ গোয়েলের হাতেই রেলমন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রক থেকে সরিয়ে প্রভুকে দেওয়া হল বাণিজ্যমন্ত্রক। এদিকে শপথগ্রহণের পর টুইট করে নতুন পূর্ণমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেইসঙ্গে নয়া ক্যাবিনেটকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

রেলের উন্নয়নের জন্য তিনি যে উদয়াস্ত খেটেছেন, তা কিছুদিন আগেই টুইট করেছিলেন প্রভু। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও ভারতীয় রেল নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন রেলমন্ত্রী। টুইট করে তিনি রেলের ১৩ লক্ষেরও বেশি কর্মচারিকে ধন্যবাদ জানিয়েছেন। রেলমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতই বলে টুইট করেছেন প্রভু।

ইউপিএ হোক বা এনডিএ আমল, রেলমন্ত্রী যখন যে থেকেছেন,রেল দুর্ঘটনার সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাঁকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেল দুর্ঘটনা তুলনামূলকভাবে কিছুটা কমেছিল ঠিকই, কিন্তু তাঁকেও রেয়াত করেনি বিরোধীরা। পারলেন না সুরেশ প্রভুও। এখন দেখার পীযূষ গোয়েল রেল ও যাত্রী নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেন। কতটা কমাতে পারেন রেল দুর্ঘটনা।

English summary
Suresh Prabhu thanks Indian Railways in a series of emotional tweets after stepping down, he wishes luck to onews ministers of Narendra Modi cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X