For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় ঘুরছে 'করোনা' পুলিস, লকডাউনে ঘরে থাকুন সাবধানে

রাস্তায় ঘুরছে 'করোনা' পুলিস, লকডাউনে ঘরে থাকুন সাবধানে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে ভারতে। মৃত্যু ১০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৪০০০-রও বেশি। এই পরিস্থিতিতে দেশে লকডাউন আরও কড়া হাতে ধরে রাখতে হচ্ছে পুলিস প্রশাসনকে। কেন্দ্রের নির্দেশ মেনেই লকডাউন রক্ষায় মরিয়া হয়ে উঠেছে পুিলস। গ্রেফতার, শাসনের পথে না গিয়ে অন্য একাধিক পথ বেছে নিয়েছে বিভিন্ন রাজ্যের পুলিস। কলকাতা পুলিস গান গেয়ে মানুষকে সচেতন করছে, ইন্দোরে ভুত সেজে রাস্তায় ঘুরছে। আর সুরাতে আবার করোনা ভাইরাসের আদলে উর্দি সাজিয়ে রাস্তায় নেমে পড়েছে পুলিস।

করোনার আদলে উর্দি

করোনার আদলে উর্দি

করোনা ভাইরাসের আদলে উর্দি সাজিয়ে রাস্তায় মানুষকে সচেতন করতে নেমে পড়েছে সুরাটের পুলিস। রাস্তার মোড়ে মোড়ে উর্দিতে অভিনব কায়গায় করোনা ভাইরাসে ছবি বা মডেল সাজিয়ে বেরিয়ে পড়েছে তারা। লকডাউনে রাস্তায় করোনা ভাইরাস এভাবেই ঘুরে বেরাচ্ছে বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে হলে জানিয়েছেন সুরাত পুলিসের আধিকারিকরা।

কলকাতায় গান গাইছে পুলিস

কলকাতায় গান গাইছে পুলিস

কলকাতায় আবার গান গেয়ে লকডাউনে মানুষকে ঘরে থাকার বার্তা গিচ্ছে পুলিস। কোথাও বেলা বোস তো কোথাও গুপী গাইন বাঘা বাইনের গান গাইতে গাইরে রাস্তায় ঘুরছেন কলকাতা পুলিসের কর্মীরা। আর শহরবাসীকে লকডাউনে ঘরে থাকার বার্তা দিচ্ছেন।

করোনা হেনমেট

করোনা হেনমেট

এর আগে আবার তািমলনাড়ুতে করোনার আদলে হেলমেট বানিয়ে পরে ফেলেছেন পুলিসকর্মীরা। রাস্তায় গাড়ি দেখলেই আটকে সচেতন করা হচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দোরে আবার ভুত সেজে রাস্তায় ঘুরছেন পুলিসকর্মীরা। চেষ্টার কোনও কমতি নেই। শুধু মানুষ যদি একটু বোঝে আর লকডাউনে সাজা দিয়ে বাড়িতে থাকার ধৈর্য ধরে।

English summary
Surat police ware coronavirus looklike uniform to awar people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X