For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে ধাক্কা যোগী সরকারের, জামিন পেলেন উত্তর প্রদেশে গ্রেফতার কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান

সুপ্রিম কোর্টে ধাক্কা যোগী সরকারের, জামিন পেলেন উত্তর প্রদেশে গ্রেফতার কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল যোগী সরকার। সুপ্রিম কোর্টে জামিন পেলেন উত্তর প্রদেশে গ্রেফতার কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল উত্তর প্রদেশ পুলিশ। কেরলের একটি মালায়ালেম পোর্টালের সাংবাদিক কাপ্পান। শুক্রবার তাঁর জামিনের আর্জি গ্রহন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ জানিয়েছে সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

সুপ্রিম কোর্টে ধাক্কা যোগী সরকারের, জামিন পেলেন উত্তর প্রদেশে গ্রেফতার কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান

হাতরাস গণধর্ষণ কাণ্ডের খবর করতে যাচ্ছিলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। ২০২০ সালে অক্টোবর মাসে হাথরাস যাওয়ার পথে তাঁদের গ্রেফতার করা হয়। হাথরসে ১৯ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। সেই খবর করতে যাচ্ছিলেন সিদ্দিকি। কিন্তু পথেই পুলিশ তাঁর পথ আটকায়। উত্তর প্রদশ পুলিশ তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে। অভিযোগ করা হয় সেখানে দাঙ্গায় উস্কানি গিতে যাচ্ছিলেন কাপ্পান।

এদিন সুপ্রিম কোর্টের উত্তর প্রদেশ সরকারের আইনজীবী অভিযোগ করেছেন কাপ্পানের সঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার যোগাযোগ রয়েছে। ২০২০ সালের অক্টোবর মাস তাঁরা বৈঠক করেসিদ্ধান্ত িনয়েছিল হাথরাসে গিয়ে দাঙ্গায় উস্কানি দেবে। তাঁর সঙ্গে যে সহযোগী ছিলেন তিনি সেকথা স্বীকার করেছেন বলে আদালেত জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, সহযোগীর বয়ান দিলেই কাপ্পান দোষী সেকথা বলা ঠিক নয়। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে রাম জেঠমালানি অভিযোগ করেন হাথরাস গণধর্ষণের ঘটনাকে দেশে অশান্ত ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে।

জেঠমালানি বারবার দাবি করেছেন হাথরাসে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই গিয়েছিলেন কাপ্পান। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন কীভাবে কাপ্পান সেখানে অশান্তি ছড়াত তার ব্যাখ্যা দিন। তার পরইপ্রধানবিচারপতি কাপ্পানের জামিন মঞ্জুর করে বলেন সকলের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

চোরেদের রানি মমতা! নবান্নের ১৪ তলা থেকে নামানোর ডাক দিলেন শুভেন্দুচোরেদের রানি মমতা! নবান্নের ১৪ তলা থেকে নামানোর ডাক দিলেন শুভেন্দু

English summary
Kerala Journalist Siddique Kappan gets bail in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X