For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় ক্ষতিপূরণ মামলায় বাংলা-সহ ৩ রাজ্যকে ভর্ৎসনা! ‘হাস্যকর’ বলে মন্তব্য সুপ্রিম কোর্টের

করোনায় ক্ষতিপূরণ মামলায় বাংলা-সহ ৩ রাজ্যকে ভর্ৎসনা! ‘হাস্যকর’ বলে মন্তব্য সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

করোনায় মৃত্যুর জন্য ক্ষতিপূরণ প্রদানে বিলম্বের জন্য রাজ্য সরকারগুলিকে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত এই মর্মে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান সরকারকে তিরস্কার করেছে। সুপ্রিম কোর্ট করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদানের অনুমোদন দিয়েছিল। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অধীনে আরও বেশি পরিমাণ ক্ষতিপূরণ করা হবে বলে যুক্তি রাজ্যগুলির।

করোনায় ক্ষতিপূরণ মামলায় বাংলা-সহ ৩ রাজ্যকে ভর্ৎসনা! ‘হাস্যকর’ বলে মন্তব্য সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি বিভি নাগারথনার ডিভিশন বেঞ্চ এ বিষয়ে শুনানিতে রাজ্যগুলির ভূমিকাকে হাস্যকর বলে ব্যাখ্যা করে। আদালত জানায়, "মহারাষ্ট্র সরকারের দেওয়া হলফনামায় আমরা মোটেও খুশি নই। মহারাষ্ট্রে ১ লাখেরও বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। কিন্তু মাত্র ৩৭ হাজার আবেদন গৃহীত হয়েছে। একজনকেও এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

বিচারপতি এমআর শাহ মহারাষ্ট্র সরকারের আইনজীবীকে বলেন, "এটি হাস্যকর এবং মেনে নেওয়া যায় না।" মহারাষ্ট্র সরকারের আইনজীবী শচীন পাতিল এর আগে ক্ষতিপূরণ বিতরণ শুরু করার জন্য আরও সময় চেয়েছিলেন এবং বলেছিলেন, "আমরা শীঘ্রই এ বিষয়ে একটি হলফনামা দাখিল করব। বিচারপতি শাহ তাঁকে সতর্ক করে দেন, আদালত রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আপনি ওই হলফনামা আপনার পকেটে রাখুন এবং আপনার মুখ্যমন্ত্রীকে দিন। অবিলম্বে মহারাষ্ট্র সরকারকে ক্ষতিপূরণ প্রদান শুরু করার নির্দেশ দেন তিনি।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শীর্ষ আদালত উল্লেখ করেছে যে. ১৯ হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু মাত্র ৪৬৭টি আবেদন গৃহীত হয়েছে রাজ্যে। আর তাঁদের মধ্যে মাত্র ১১০ জনের পরিবারকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আদালত এই মর্মে আরও জানিয়েছে, বেশিরভাগ রাজ্য সরকারগুলি ৩ ডিসেম্বরের পরে অনলাইন পোর্টালগুলি সেট আপ করে। শুধুমাত্র সুপ্রিম কোর্টের দ্বারা একটি নোটিশ জারি করার পরেই তারা এই কাজ করে ফেলে।

রাজস্থান প্রসঙ্গে বিচারপতিরা বলেন, এ রাজ্যে প্রায় ৯ হাজার করোনা রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৫৯৫টি আবেদন গৃহীত হয়েছে এবং এখনও কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিচারপতি শাহ রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, "আপনার সরকারকে মানবিক হতে বলুন।"

আদালত এই তিন রাজ্য সরকারকে ক্ষতিপূরণ সম্পর্কে সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে প্রচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। যাতে আরও বেশি লোক এগিয়ে আসতে পারে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ ডিসেম্বর। আপাতত দেখার আদালতের ভর্ৎসনার পর রাজ্য সরকারগুলি কী অবস্থান নেয়।

English summary
Supreme Courts snubs to three states including West Bengal on Coronavius Compensation issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X