For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি! চূড়ান্ত রায় মঙ্গলবার সকাল ১০.৩০-এ

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে সোমবার। রায় দেওয়া হবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায়। এদিন সকালে তিন বিচারপতির বেঞ্চে সওয়াল করেন আইনজীবীরা।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে সোমবার। রায় দেওয়া হবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায়। এদিন সকালে তিন বিচারপতির বেঞ্চে সওয়াল করেন আইনজীবীরা। একদিকে যেমন ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিজেপির তরফে ছিলেন, মুকুল রোহাতগি। বিরোধীদের তরফে ছিলেন দুজন আইনজীবী।

মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি! চূড়ান্ত রায় মঙ্গলবার সকাল ১০.৩০-এ

সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল বলেন, তিন দল ( শিবসেনা, কংগ্রেস, এনসিপি) একসঙ্গে থাকার দাবি করলেও, তারা একজন আইনজীবী দাঁড় করাতে পারেনি। যদিও এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার তরফে আইনজীবী রয়েছেন কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি।

সওয়ালে অভিষেক মনু সিংভি বলেন, যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকেই, তাহলে ভয় কিসের। তিনি আরও বলেন ঠাকরের পিছনে সমর্থন রয়েছে ৪৮ জন এনসিপি, ৫৬ জন শিবসেনা এবং ৪৪ জন কংগ্রেস বিধায়কের।

অন্যদিকে অজিত পাওয়ারের আইনজীবী মনিন্দার সিং দাবি করেন, অজিত পাওয়ার এনসিপির প্রতিনিধিত্ব করছেন। আর মহারাষ্ট্রের রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিশকে আমন্ত্রণ জানিয়ে সঠিক কাজই করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, আদালতে কেন্দ্রের তরফে ২ থেকে ৩ দিন সময় চাওয়া হয় জবাব দেওয়ার জন্য। সরকারের তরফে জানানো হয়, মহারাষ্ট্রের রাজ্যপাল ২৩ নভেম্বর সব থেকে বড় দলকেই আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপির ১৭০ জন বিধায়কের সমর্থন সম্বলিত চিঠি ভিত্তিতেই আমন্ত্রণ জানানো হয়।

এদিন সুপ্রিম কোর্টে সরকারের তরফে ৩ টি চিঠি পেশ করা হয়। যার মধ্যে রয়েছে ৫৪ জন বিধায়কের সমর্থন দাবি করে অজিত পাওয়ারের চিঠি, ফড়নবিশকে আমন্ত্রণ জানিয়ে রাজ্যপালের চিঠি।

তাঁর সঙ্গেই আছে ৫৪ বিধায়কের সমর্থন, দাবি অজিত পাওয়ারের! সুপ্রিম কোর্টে ৩ চিঠি পেশ তাঁর সঙ্গেই আছে ৫৪ বিধায়কের সমর্থন, দাবি অজিত পাওয়ারের! সুপ্রিম কোর্টে ৩ চিঠি পেশ

English summary
Supreme Court will pass the order on Maharashtra at 10.30am on tuesday. After Sunday hearing continued on Monday also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X