সুপ্রিম কোর্টের রাফালে পর্যালোচনা! বিপদ বাড়তে পারে অনিল আম্বানির
রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। ধাক্কা অনিল আন্বানিরও। রাফালে মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি যেমন খারিজ সর্বোচ্চ আদালতে, অন্যদিকে
শুনানিতে মন্তব্যের সময় আবেদনকারীরা অনিল আম্বানির কম্পানিকে ডসাল্টের অফসেট পার্টনার হিসেবে যোগ দেওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন। শুনানিতে উঠে আসবে এই প্রসঙ্গও।

আদালত জানিয়েছে, তারা এই চুক্তির পুনর্বিবেচনার আবেদন শোনার জন্য দিন ঠিক করবে। ফলে আদালত এই চুক্তির বিভিন্ন অংশে মধ্যে ঢুকবে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন আবেদনকারীরা। ফলে অনিল আম্বানির কম্পানিকে যে এই চুক্তিতে যুক্ত করা হয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসবে।
গত ডিসেম্বরে এক রায়ে রাফালে চুক্তিকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। চুক্তিতে কোনও অনিয়ম নেই বলেও জানিয়েছিল শীর্ষ আদালত।
রাফালের প্রস্তুতকারক ডসাল্ট এভিয়েশন অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিল। যদিও এদিনের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন অনিল আম্বানি।
[আরও পড়ুন: রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র! আপত্তিতে সাড়া দিল না সর্বোচ্চ আদালত]
কংগ্রেসের অভিযোগ ছিল, সরকার ডসাল্ট এভিয়েশনের ওপর চাপ তৈরি করে তাদের অফসেট পার্টনার বাছতে বাধ্য করেছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল সরকার এবং ডসাল্ট এভিয়েশন।