For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া কাণ্ডের পবন ঘটনার সময় আদৌও নাবালক ছিল কিনা তার শুনানি হবে সুপ্রিম কোর্টে

Google Oneindia Bengali News

নির্ভয়ার সাজাপ্রাপ্তদের মধ্যে একজন নিজেকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী ২০ জানুয়ারি সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ২০১২ সালে গণধর্ষণের সময় ওই দোষী নাবালক ছিল বলে দীবি করেছিল, যদিও তার দাবি অনেক আগেই খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্ভয়া কাণ্ডের পবন


বিচারপতি আর বানুমতি, অশোক ভূশন ও এ এস বোপান্নার বেঞ্চ সাজাপ্রাপ্ত আসামি পবন কুমার গুপ্তার আর্জি শুনবেন। পবন শুক্রবার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তার দাবি, ২০১২ সালের ঘটনার সময় সে নাবালক ছিল। এছাড়াও সাজাপ্রাপ্ত পবন ১ ফেব্রুয়ারি হওয়া মৃত্যুদণ্ডের শাস্তিকেও রোধ করার আবেদন জানিয়েছেন। গত ১৯ ডিসেম্বর পবনের আইনজীবী হাইকোর্টে তার বয়সের ভুয়ো প্রমাণ পেশ করে এবং আদালতেও আসে না। এরপরই হাইকোর্ট পবনের দাবি খারিজ করে দেয়। শুক্রবারই হাইকোর্টের পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের দিন নির্ধারণ করা হয়। এদিন বিনয় শর্মা, মুকেশ কুমার, অক্ষয় কুমার ও পবনকে ভোর ছ’‌টার সময় ফাঁসি দেওয়া হবে।

শুক্রবারই রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সাজাপ্রাপ্ত মুকেশের ক্ষমার আবেদন নাকচ করে দিয়েছিলেন। অপর তিনজন দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা এখনও ক্ষমা প্রার্থনা আবেদনের দায়ের করার সাংবিধানিক প্রতিকার গ্রহণ করতে পারেনি। অন্যদিকে সুপ্রিম কোর্ট ১৪ জানুয়ারি বিনয় ও মুকেশের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিউরেটিভ আবেদনও নাকচ করে দেওয়া হয়। অন্য দুই আসামি অক্ষয় ও পবন কোনও কিউরেটিভ আবেদন করেনি। হাইকোর্টে নিজেকে নাবালক বলে দাবি করা পবন এর আগেও একই আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিল। এমনকী তার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু গত বছরের ৯ জুলাই তার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

English summary
Pavan Gupta moved the apex court on Friday challenging the Delhi High Court’s order dismissing his claim of being a juvenile in December 2012
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X