রাফালে নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল! ফের শুনানি ৩০ এপ্রিল
রাফালে নিয়ে নিজের মন্তব্যে দুঃখপ্রকাশ করেই ছাড় পাচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন তাঁর বিরুদ্দে আদালত অবমাননার নোটিশ জারি করা হবে না, তা জানাতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এই মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল।

রাহুল গান্ধী নিজের ব্যাখ্যায় সর্বোচ্চ আদালতে জানিয়েছিলেন, তাৎক্ষনিক উত্তেজনার বশে তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর রাজনৈতিক বিরোাধীরা বিষয়টিকে ভুল ভাবে পরিবেশন করেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছেন বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়েছে।
[আরও পড়ুন:রাফালে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, অনুতপ্ত রাহুলকে মিথ্যাবাদী বলল বিজেপি]
রাহুল গান্ধী সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর বিবৃতি বলেছেন, সুপ্রিম কোর্টে 'গ্রহণ করেছে' যে প্রধানমন্ত্রী মোদী রাফালে চুক্তিতে দুর্নীতি করেছেন। বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক বলেও বর্ণনা করেছেন রাহুল।
সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী আদালতকে আশ্বস্ত করে বলেছেন, রাজনৈতিক সভা সমাবেশে এই ধরনের কোনও মন্তব্য তিনি করবেন না। সর্বোচ্চ আদালতে বিজেপি অভিযোগ দায়ের করার পর সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে এক সপ্তাহ সময় দিয়েছিল।