For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের ১৭ বিধায়কের বিরুদ্ধে অধ্যক্ষের আদেশ বহাল, সুপ্রিম-রায়ে ভোটে লড়ার অধিকার

সুপ্রিম কোর্ট বুধবার কর্ণাটকের বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে নেওয়া অধ্যক্ষের আদেশ বহাল রাখল। তবে এদিন তাদের ৫ ডিসেম্বরের উপনির্বাচনে লড়াইয়ের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট বুধবার কর্ণাটকের বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে নেওয়া অধ্যক্ষের আদেশ বহাল রাখল। তবে এদিন তাদের ৫ ডিসেম্বরের উপনির্বাচনে লড়াইয়ের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কর্ণাটক বিধানসভা স্পিকার ১৭ জন বিধায়ককে সাসপেন্ড করেছিল। তারপর তাঁরা শরণাপন্ন হন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট তাঁদের আবেদন কার্যত খারিজ করে দিল।

কর্ণাটকের ১৭ বিধায়কের বিরুদ্ধে অধ্যক্ষের আদেশ বহাল

দল বিরোধী আইনের অধীনে অধ্যক্ষ ১৭ জন বিধায়ককে ২০২৩ সালের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে বিধান আরোপ করেছিলেন। সেইসঙ্গে বহিষ্কার করা হয়েছিল তাঁদের। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেন বিধায়করা। এই মামলায় তাঁরা ভোটে লড়ার অধিকার পান। স্পিকারের বাকি আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

বুধবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছে, আমরা স্পিকারের আদেশ বহাল রেখেছি। বিচারপতি এনভি রমনা, সঞ্জীব খান্না ও কৃষ্ণ মুরারীর সমন্বয়ে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ বিধানসভার বহিষ্কৃত সদস্যদের আবেদনের শুনানি করেন। সেই শুনানির পর শীর্ষ আদালত ভোটে অংশ নেওয়ার অনুমতি প্রদান করে।

English summary
Supreme Court upholds the disqualification of 17 rebel Karnataka MLAs. SC allows them to contest by-elections on December 5.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X