For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি কো–অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে পাঠালো সুপ্রিম কোর্ট

এনআরসি কো–অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে পাঠালো সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

অপসারিত হলেন অসমের নাগরিকপঞ্জীর কো–অর্ডিনেটর প্রতীক হাজেলা। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে মধ্যপ্রদেশে স্থানান্তরিত করেছে। কিন্তু কেন তাঁকে সরানো হল সে বিষয়ে স্পষ্ট করে জানায়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাতদিনের মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করতে বলেছে।

এনআরসি কো–অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে পাঠালো সুপ্রিম কোর্ট


এই এনআরসি তালিকা তৈরির পিছনে প্রতীক হাজেলার ভুমিকা উল্লেখযোগ্য৷ তিনিই প্রথম এই তালিকা তৈরির কথা জানিয়েছিলেন৷ প্রতীক এনআরসি’র স্টেট কো–অর্ডিনেটরের পদে রয়েছেন৷ এই দায়িত্বে আসার আগে তিনি ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ার ছিলেন৷ পরে আইএসএ অফিসার হন৷ অসমে জাতীয় নাগরিকপঞ্জীকরণ (এআরসি) আপডেট করার ক্ষেত্রে ভারতে সবচেয়ে আলোচ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন প্রতীক হাজেলা৷ তিনিই এনআরসির প্রাথমিক পরিকাঠামোটি তৈরি করেছিলেন৷ তবে এনআরসির তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের শাসকদল এবং অন্যান্য সংগঠনগুলির রোষের মুখে পড়তে হয়েছিল প্রতীককে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ষড়যন্ত্র করে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীজের নাগরিকত্ব প্রদান করেছেন। এই পরিস্থিতিতে প্রতীকের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের একটি ডিভিশন বেঞ্চ হাজেলার অপসারণের নির্দেশ দেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ জুলাই অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৩.‌২৯ কোটি। বাদ দেওয়া হয়েছিল ৪০ লক্ষ আবেদনকারীর নাম। এ বছরের আগস্টে নাগরিকপঞ্জীর তালিকা প্রকাশিত হয়, যেখানে বাদ পড়ে ১৯ লক্ষ নাগরিকের নাম। এ নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভের সঞ্চার হয়।

English summary
The SC asked the government to notify an order within seven days. The Supreme Court, however, did not disclose the reason for the transfer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X