For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানিতে বসছে সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরে বাতিল হওয়া ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীরে বাতিল হওয়া ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। সর্বোচ্চ আদালতে আবেদনগুলিকে একত্রিত করে শুনানিতে বসছে সুপ্রিম কোর্ট। এজন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি এনভি রামানার নেতৃত্বে।

৩৭০ ধারার সাংবিধানিক বৈধতা সম্পর্কিত মামলার শুনানি শুরু হবে

জানা গিয়েছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুনানি শুরু হবে। ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলাগুলি আদালতে হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বৈধতাকে এই মামলায় চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির যে নির্দেশ জারি হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পিটিশনে।

অগাস্ট মাসের শুরুতে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। তা নিয়ে সেই মাসেই মামলা হয়। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।

যে ক'টি পিটিশন এই ইস্যুকে কেন্দ্র করে দায়ের হয়েছে, তার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা সাজ্জাদ লোনের আবেদন। এছাড়াও আইনজীবী এমএল শর্মার আবেদনও রয়েছে। এরকম আরও বেশকিছু আবেদন একসঙ্গে করে আদালতে শুনানিতে বসছে।

English summary
Supreme Court to hear petition challenging article 370 of Kashmir from October 1st week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X