For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের প্রথম মাসেই একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

বছরের শুরু মাসেই একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Google Oneindia Bengali News

বছরের শুরুর মাস থেকেই একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রত্যেকটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েেছ। সিএএ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন থেকে সবরিমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে পুনর্বিবেচনার আর্জির শুনানি হবে সুপ্রিম কোর্টে।

 সিএএ-কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন

সিএএ-কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। জানুয়ারিতেই সেই আবেদনের শুনানি হবে। গত ১৮ ডিসেম্বর সিএএ-র অনুমোদন মেলে সংসদে। তার পর থেকে গোটা দেশে আন্দোলন শুরু হয়েছে। উত্তাল হয়ে উঠেছে গোটা দেশে। এই আইনকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। জানুয়ারির ২২ তারিখে সেই আবেদনের শুনানি হওয়ার কথা।

 শবরিমালা রায়ের পুনর্বিবেচনার আর্জি

শবরিমালা রায়ের পুনর্বিবেচনার আর্জি

শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে একটি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই আবেদনের শুনানি ৮ বিচারপতির বেঞ্চে। পুরষদের পাশাপাশি মহিলারাও মন্দিরে প্রবেশ করতে পারবেন এই নিয়ে বিচারপতিদের মধ্যেই মতবিরোধ তৈরি হয়েছি। তারপরেই সেটি সাত বিচারপতির বেঞ্চে পাঠানো হয়।

৩৭০ ধারা ফেরানোর আবেদন

৩৭০ ধারা ফেরানোর আবেদন

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে সরব হয়েছিল একাংশ। তাঁরাই শীর্ষ আদালতে ফের সেই আইন বহাল করার দাবি করে আবেদন জানায়। জানুয়ারি মাসে সেই মামলার শুনানিও হওয়ার কথা সুপ্রিম কোর্টে। ২০১৯ সালের ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার কথা ঘোষণা করে মোদী সরকার। পাঁচ বিচারপতিরে বেঞ্চে মামলাটির শুনানি হবে।

নির্বাচনে অর্থ খরচের উপর নিয়ন্ত্রণ আনার আবেদন

নির্বাচনে অর্থ খরচের উপর নিয়ন্ত্রণ আনার আবেদন

ভোট এলেই বিপুল অর্থ খরচ করতে শুরু করে রাজনৈতিক দলগুলি। এই অর্থ খরচের উপর নিয়ন্ত্রণে আনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী প্রশান্ত ভুষণ। জনস্বার্থ মামলা হিসেবে সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানিয়েছেন ভোটে রাজনৈতিক দলগুলির খরচের উপর রাশ টানা জরুরি। নইলে গণতান্ত্রিক পথে রায় আসবে না। সেই আবেদনের শুনানি হওয়ার কথা জানুয়ারি মাসেই।

এছাড়াও একাধিক আবেদন এবং গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে জানুয়ারি মাসে।

English summary
Supreme court to hear many important cases in January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X