For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে স্বস্তি কর্নাটক সরকারের, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা আবেদনে স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টে স্বস্তি কর্নাটক সরকারের, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা আবেদনে স্থগিতাদেশ

Google Oneindia Bengali News

শিক্ষাঙ্গনে হিজাবে নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটক সরকার। কর্নাটক সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সেই আবেদনে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। তাতে কিছুটা হলেও স্বস্তিতে কর্নাটক সরকার। কর্নাটক সরকারের এই হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কর্নাটক হাইকোর্টে একাধিক মামলা করেছে।

হিজাবে নিষেধাজ্ঞার চ্যালেঞ্জের আবেদনে স্থগিতাদেশ

হিজাবে নিষেধাজ্ঞার চ্যালেঞ্জের আবেদনে স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টে হিজাব বিতর্কে স্বস্তিতে কর্নাটক সরকার। হিজাবে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে করা আবেদনে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ শিক্ষাঙ্গনে হিজাবে নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকল। আগেই কর্নাটক হাইকোর্ট জািনয়েছিল ইসলাম ধর্মের সঙ্গে হিজাবের কোনও সম্পর্ক নেই। কাজেই হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। কর্নাটক হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা।

১০ দিন পরে শুনািন

১০ দিন পরে শুনািন

কর্নাটক সরকারের হয়ে আদালতে সওয়াল-জবাব করেন সলিসেটর জেনারেল তুষার মেহতা, কর্নাটক সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাগলি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ। অন্যদিকে মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন সিনিয়নর আইনজীবী দুষ্মন্ত দাবে এবং সলমন খুরশিদ।সওয়াল জবাবের পর পরবর্তী শুনানি ১০ দিন পর জানিয়েছে সুপ্রিম কোর্ট।

হিজাব বিতর্ক

হিজাব বিতর্ক

হিজাব বিতর্কে উত্তাল হয়েছে কর্নাটক। বোম্বাই সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছেন রাজ্যে। তাতে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরায় িনষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সকলেই সমান দাবি করেই হিজাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক সরকার। তার জেরে কয়েক মাস ধরে উত্তাল হয়ে উঠেছিল কর্নাটক। একাধিক জায়গায় বিক্ষোভের আগুন ছড়িয়েছিল। স্কুল-কলেজে তুমুল বিক্ষোভ দেখানো হয়। কিন্তু তাতে প্রত্যাহার করা হয়নি নিষেধাজ্ঞা।

সমালোচনায় বিরোধীরা

সমালোচনায় বিরোধীরা

হিজাবে নিষেধাজ্ঞার বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধীরাও। তাঁদের অভিযোগ ছিল শিক্ষাক্ষেত্রে গৈরিক সন্ত্রাস চালাতে শুরু করেছে বিজেপি। সেকারণেই হিজাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল গোটা দেশে। কিন্তু বিরোধীদের হাজার সমালোচনার মধ্যেও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্নাটক সরকার। কর্নাটক হাইকোর্টও কর্নাটক সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

'দিল্লিতে মজুরা করেন শিন্ডে’, বেদান্ত-ফক্সকন চুক্তি ইস্যুতে সমালোচনা উদ্ধব ঠাকরের'দিল্লিতে মজুরা করেন শিন্ডে’, বেদান্ত-ফক্সকন চুক্তি ইস্যুতে সমালোচনা উদ্ধব ঠাকরের

English summary
Supreme Court stay order on Hijab ban challenging Order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X