For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরবিআইকে ঢাল করে থাকলে হবে না, লোন মোরাটোরিয়াম স্কিম নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

আরবিআইকে ঢাল করে থাকলে হবে না, লোন মোরাটোরিয়াম স্কিম নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

Google Oneindia Bengali News

লকডাউন ঘোষণা করেছ যেমন তেমন এখন সুদ মাফ করে দেখাও। আরবিআইয়ের পিছনো লুকোলে হবে না। লোন মোরাটোরিয়াম স্কিম নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতে। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন ঋণের ইএমআই নিয়ে সাময়িক ছাড় দিয়েছিল কেন্দ্র। কিন্তু সুদ মাফ করা হয়নি। এই নিয়ে শীর্ষ আদালতে সুদ মাফের দাবিতে আবেদন জানান এক মামলাকারী। তারপরেই কেন্দ্রকে এই নিয়ে ভর্ৎসনা করে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। এই বেঞ্চের আরও দুই বিচারপতি হলেন আর সুভাষ রেড্ডি ও এমআর শাহ।

সুপ্রিম কোর্টে ভর্ৎসনা

সুপ্রিম কোর্টে ভর্ৎসনা

লোন মোরাটোরিয়াম নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল সুপ্রিম কোর্টে। করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় আইনের আওতায় ঋণের ইএমআই প্রদাসনে সাময়িক অব্যহতি দিয়েছিল কেন্দ্র। সেই সময়সীমা শেষ হতেই বিপুল সুজের বোঝা চেপেছে সাধারণ মানুষের কাঁধে। এই নিয়ে শীর্ষ আদালতে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত।

আরবিআইকে ঢাল করলে হবে না

আরবিআইকে ঢাল করলে হবে না

নিজের সিদ্ধান্ত নিয়ে আরবিআইকে ঢাল করলে হবে না। কেন্দ্র আরপিআইয়ের পিছোনে লুকাতে চাইছে বলে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। লকডাউন যখন ঘোষণা করা হয়েছে তখন সাধারণ মানুষকে ছাড় দিতে হবে। মুরোটোরিয়াম স্কিমে সুদ মাফের সিদ্ধান্ত কেন্দ্রকে ১ সেপ্টেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

শুধু শিল্পপতিদের ছাড় দিলে হবে না

শুধু শিল্পপতিদের ছাড় দিলে হবে না

শুধু মাত্র শিল্পপতিদের ছাড় দিলে হবে না। সাধারণ মানুষের কথাও ভাবতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের কথাও ভাবতে হবে বলে মনে করেন তিনি। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীব বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আরবিআইয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাধান খুঁজছে কেন্দ্র

সমাধান খুঁজছে কেন্দ্র

শীর্ষ আদালতের কাছে চাপে পড়ে এবার সমাধান খুঁজতে শুরু করেছে কেন্দ্র। যদিও তার আগেই দেশের আর্থিক পরিস্থিতির জন্য মোদী সরকারকে দায়ী করে তীব্র ভর্ৎসনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

করোনায় আর্থিক সঙ্কট! বিপুল সোনা বন্ধক রাখার সিদ্ধান্ত সরবিমালা মন্দিরেরকরোনায় আর্থিক সঙ্কট! বিপুল সোনা বন্ধক রাখার সিদ্ধান্ত সরবিমালা মন্দিরের

English summary
Supreme Court slams Center on Loan Moratorium Scheme in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X