For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্পষ্ট ছবি প্রকাশেও থাকুক নিষেধাজ্ঞা, নাবালিকা ধর্ষণে সংবাদ মাধ্যম নিয়ে আর কী বলল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়েছে, গণমাধ্যমগুলির ধর্ষিতা নাবালিকাদের এমনকী অস্পষ্ট ছবিও প্রকাশ বা সম্প্রচার করা উচিত নয়। একই সঙ্গে বালিকা ধর্ষিতা দের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ করতে চায় আদালত।

  • |
Google Oneindia Bengali News

ধর্ষণের শিকার হওয়া নাবালিকাদের ছবি প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত বলে এক পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী নাবালিকা বা কিশোরীদের পরিচয় গোপন রাখতে তাদের মুখ অস্পষ্ট করেও প্রকাশ করার উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আদালত। সঙ্গে তাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়টিও নিষিদ্ধ করা হোক চান বিচারপতিরা।

নাবালিকা ধর্ষণে সংবাদ মাধ্যমের ভূমিকা অসংবেদনশীল

বিহারের মুজফ্ফরপুর জেলায় এক সরকারি হোমে, হোমের প্রধাণের হাতেই কেয়কজন নাবালিকার ধর্ষণের মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ জানায় বিচার পতি এম বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ। পাটনার এক মানবাধিকার কর্মী রণবিজয় কুমার এই মামসায় সংবাদ মাধ্যমের অসংবেদী মনোভাব নিয়ে বিচারপতিদ্বয়কে একটি চিঠি দিয়েছিলেন।

তার পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালতের ওই বেঞ্চ সংবাদমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করেন। বেঞ্চের মতে ধর্ষিতা নাবালিকাদের সাক্ষাতকার নিতে গিয়ে সংবাদমাধ্যমগুলি বস্তুত ওই কিশোরীদের আরও একবার করে সেই নারকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে।

বিচারপতিরা থাইল্যান্ডের এক সাম্প্রতিক ঘটনার কথাও টেনে আনেন। তাঁরা বলেন, থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়ার আগে ক্ষুদে ফুটবল দলের সদস্যদের কারওর নাম প্রকাশ করা হয়নি। এমনকী উদ্ধার হওয়ার পরেও তাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে ওই ঘটনার ট্রমা থেকে বার করে আনার জন্যই। একই রকম ভাবে ধর্ষিতা হওয়া নাবালিকাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক, চাইছেন তাঁরা।

English summary
A Supreme Court observation says media must not publish or broadcast even morphed images of minor rape victims. At the same time, the court wants to ban media from interviewing those minors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X