For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার ভোটে 'নোটা' নয়, সুপ্রিম কোর্টের রায়ে খারিজ নির্বাচন কমিশনের নির্দেশিকা

মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের জারি করা নোটিফিকেশন বাতিল করে বলেছে, রাজ্যসভা নির্বাচনে 'নোটা'কে অনুমোদন দেওয়া যাবে না।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার রাজ্যসভার ভোটে নোটা বা নান অব দ্য় অ্যাবাভ অর্থাত ভোটদানে বিরত থাকার বিকল্প রাখা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে নির্বাচন কমিশনের আগের জারি করা নির্দেশকে খারিজ করে দিয়েছে ভারতের প্রদান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ।

রাজ্যসভার ভোটে নোটা নয়, সুপ্রিম কোর্টের রায়ে খারিজ নির্বাচন কমিশনের নির্দেশিকা

এদিন শীর্ষ আদালত জানায়, 'রাজ্যসভায় রাজ্যগুলির আনুপাতিক প্রতিনিধিত্ব রাখার পরোক্ষ উপায় এই নির্বাচন। তাই রাজ্যসভার নির্বাচনে ইলেকশন কমিশনের নোটা বিকল্প রাখা অনুমোজনযোগ্য নয়।' আদালত আরও বলে, 'যদি কোনও ব্যক্তি ভোটদানে বিরত থাকে, তাকে দল বহিষ্কার করতে পারে। কিন্তু নোটার বিকল্প থাকা মানে ভোটদানে বিরত থাকাকেই আইনি বৈধত দেওয়া।'

[আরও পড়ুন:পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের ][আরও পড়ুন:পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের ]

গত মাসে রাজ্যসভার নির্বাচনে নোটা বিকল্প রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামা করেছিলেন কংগ্রেস নেতা শৈলেশ মনুভাই পারমার। শেষ রাজ্যসভা ভোটের সময় তিনি গুজাট বিধানসভায় কংগ্রেসের চিপ হুইপ ছিলেন। সেসময়ই নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কংগ্রেস। তাদের দাবি ছিল, এই সিদ্ধান্তে 'ঘোড়া কেনাবেচা ও দুর্নীতি' বাড়বে।

[আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের][আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের]

২০১৩ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচনে নোটা বিকল্প রাখার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। এরপর ২০১৪ সালে নির্বাচন কমিশন রাজ্যসভা নির্বাচনেও নোটা চালু করেছিল। শীর্ষ আদালতে রাজ্যসভা নির্বাচনে নোটা বিকল্প রাখার বিরোধিতায় কংগ্রেসকে সমর্থন করেছে এনডিএ সরকারও।

[আরও পড়ুন:উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর][আরও পড়ুন:উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর]

English summary
On Tuesday Supreme Court overruled election Commission notification and said that NOTA cannot be allowed in Rajya sabha polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X