For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনতার কোটি কোটি টাকায় মূর্তি গড়ে 'সুপ্রিম' ধাক্কা মায়াবতীর! অর্থ ফেরতের নির্দেশে বিপাকে 'বহেনজি'

জনতার টাকায় বহুমূল্য মূর্তি গড়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই টাকায় কখনও নিজের বা কখনও দলের প্রয়াত নেতা কাশীরামের মূর্তি গড়া হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়।

  • |
Google Oneindia Bengali News

জনতার টাকায় বহুমূল্য মূর্তি গড়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই টাকায় কখনও নিজের বা কখনও দলের প্রয়াত নেতা কাশীরামের মূর্তি গড়া হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। জনগণের টাকায় এই কাজ কেন হবে?এই প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে মামলা করা হয়েছিল। তার জবাবে এদিন 'সুপ্রিম' ধাক্কা খেলেন বহেনজি।

জনতার কোটি কোটি টাকায় মূর্তি গড়ে সুপ্রিম ধাক্কা মায়াবতীর! বিপাকে বহেনজি


সুপ্রিমকোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ এদিন জানান, জনতার টাকায় গড়া সমস্ত মূর্তির খরচের টাকা ফিরিয়ে দিতে হবে মায়াবতীকে। এই বিষয়ে আগামী ২ রা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিনও ঘোষণা করে দিয়েছে আদালত। উল্লেখ্য, উত্তর প্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিএসপি পার্টির নেতাদের মূর্তি রয়েছে। যদিও মায়াবতীর দাবি ছিল সেই মূর্তির টাকা দলের শুভানুধ্যায়ীরা দিয়েছেন। তবে শীর্ষ আদালতে মামলাকারীদের দাবি,এই টাকা জনগনের টাকা।

[আরও পড়ুন:রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ হল মুলতুবি, মুখ খুললেন প্রতিরক্ষা সচিব ][আরও পড়ুন:রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ হল মুলতুবি, মুখ খুললেন প্রতিরক্ষা সচিব ]

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন জায়গায়বিএসপি নেতা ও তাঁর নিজের মূর্তি নির্মাণ করার নির্দেশ দেন। যে নির্মাণ কাজে মোট ২,৬০০ কোটি টাকা খরচ হয়েছে। যার ফলে রাজ্যের তহবিলে ১১১ কোটি টাকার ঘাটতি পড়ে যায় বলে অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে। সেই মামলারশুনানিতে এবার মায়াবতীকে সমস্ত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।

[আরও পড়ুন:ভোটের মুখে নাড়াচাড়া নারদ ইস্যুতেও! তলব তদন্তকারী অফিসারকে][আরও পড়ুন:ভোটের মুখে নাড়াচাড়া নারদ ইস্যুতেও! তলব তদন্তকারী অফিসারকে]

English summary
Supreme Court says prima facie BSP leader Mayawati has to pay back all the public money spent on statues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X