For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮০০ বছর ধরে মন্দিরে চলে আসছে এই প্রথা, ভিত্তিহীন ও সংবিধান-বিরোধী বলে উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেছে কেরালার সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার না দেওয়া সংবিধান বিরুদ্ধ।

Google Oneindia Bengali News

৮০০ বছর ধরে এই মন্দিরে প্রবেশাধিকার নেই কোনও মহিলার। কিন্তু দেশের সংবিধান অনুযায়ি ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থান ভেদে কারোর প্রতি বৈষম্যমূলক আরণ করা যায় না। বুধবার কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল এই প্রথা সংবিধান বিরোধী।

মন্দিরের ৮০০ বছরের পুরনো প্রথাকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানায়, মন্দির কর্তৃপক্ষের মহিলাদের প্রবেশ আটকানোর কোনও ভিত্তি নেই। এই প্রথা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যখন জনগণের জন্য কোনও স্থানের দরজা খুলে দেওয়া হয়, তখন সেখানে সবার সমান প্রবেশাধিকার থাকে।

গত ৮০০ বছর ধরে সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না। আবেদনকারীরা আদালতে জানায়, এটা কোনও ধর্মীয় ভাবাবেগের বিষয় নয়। কারণ হিন্দু ধর্মের কোনও ধর্মীয় আচার বা অনুষ্ঠানে মহিলাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা নেই।

এবিষয়ে ইন্ডিয়ান ইয়ং ল'ইয়ার্স অ্যাসোসিয়েসন নামে একটি ল'ফার্ম জনস্বার্থ মামলা করেছিল। এব্যাপারে, কেরল সরকার, ত্রাভাঙ্কোর দেবস্বোম বোর্ড, সবরিমালা মন্দিরের প্রধান পুরোহিত ও পথনমথিত্তা জেলার ডিএম-এর মতামত জানতে চেয়েছিল আদালত। সবার মতামত নিয়েই এদিনের পর্যবেক্ষণ দিয়েছেন সাংবিধানিক বেঞ্চ।

English summary
Supreme Court said denying women entry into Kerala’s Sabarimala temple was against the Constitutional mandate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X