For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু পরিবারে মহিলাদের সম্পত্তির অধিকার নিয়ে 'সুপ্রিম' বার্তা ! কী জানাল আদালত

  • |
Google Oneindia Bengali News

অবিভক্ত হিন্দু পরিবারে সম্পত্তির অধিকারে মেয়েদের পক্ষেই রায় দিল আদালত। এদিন শীর্ষ আদালত ঐতিহাসিক এক রায়ে জানিয়ে দিয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তারাধিকার আইন সম্পর্কে দেশের অবস্থান স্পষ্ট করেছে।

হিন্দু পরিবারে মহিলাদের সম্পত্তির অধিকার নিয়ে সুপ্রিম বার্তা ! কী জানাল আদালত

আইন অনুযায়ী, যদি কোন হিন্দু মহিলার বাবা বা অভিভাবক ২০০৫ সালের আইন প্রণয়নের আগেও মারা গিয়ে থাকেন , তাহলেও সমস্ত মহিলাদের নিজের বাবার সম্পত্তিতে অধিকার রয়েছে । অর্থাৎ হিন্দু আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার থাকবে। যেভাবে ছেলেদের অধিকার রয়েছে সম্পত্তিতে সেভাবেই মেয়েদেরও অধিকার থাকবে বলে জানানো হয়েছে।

এদিন রায় দানের সময় সুপ্রিম কোর্ট জানায়, 'কন্যা সন্তান চিরকালই .. প্রিয় কন্যা সন্তান হয়েই থাকেন। ' এদিন সাফ ভাষায় আদালত জানিয়ে দেয় , মহিলার জন্ম যবেই হয়ে থাক ২০০৫ সালের সংশোধিত এই আই অনুযায়ী সমস্ত মহিলার বাবার সম্পত্তি হিন্দু আইন অনুযায়ী অধিকার সমান। সুপ্রিম কোর্ট এদিন সাফ বার্তায় জনায় যে, যেহেতু শীর্ষ আদালত এই সংক্রান্ত বিভ্রান্তি কাটিয়ে দিয়েছে আজকের রায়ে, তাই সারা দেশে কন্যা সন্তানের আইনি উত্তরাধিকার সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে, তা যেন সত্ত্বর নিষ্পত্তি করা হয়।

English summary
Supreme court says Daughters have right over parental property even if coparcener died before Hindu Succession (Amendment) Act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X