For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতার হওয়া ৫ অ্যাক্টিভিস্টকে গৃহবন্দি রাখার নির্দেশ, শুনানিতে আর কী বলল সুপ্রিম কোর্ট

পুনার কোরেগাঁও ভীমা হিংসায়র জেরে গ্রেফতার হওয়া ৫ অ্যাক্টিভিস্ট-কে গৃহবন্দি করে রাখতে হবে।

Google Oneindia Bengali News

পুনার কোরেগাঁও ভীমা হিংসায়র জেরে গ্রেফতার হওয়া ৫ অ্যাক্টিভিস্ট-কে গৃহবন্দি করে রাখতে হবে। তাঁদের এখনই জেলে বা লকআপ-এ পোরা যাবে না। রোমিলা থাপার-সহ কয়েক জনের দাখিল করা আবেদনের শুনানিতে বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

দেশজুড়ে অ্যাক্টিভিস্টদের গ্রেফতারিতে তুলকালাম পরিস্থিতি

শীর্ষ আদালতে এই নিয়ে পরের শুনানি ৬ সেপ্টেম্বর। ততদিন পর্যন্ত গ্রেফতার হওয়া ৫ অ্য়াক্টিভিস্টকে গৃহবন্দি করে রাখার নির্দেশ জারি হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র স্পষ্টতই জানিয়ে দেন যে ৩ জন অ্যাক্টিভিস্ট-কে ইতিমধ্যেই পুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁদেরকে বাড়িতে ফেরাতে হবে। এদিন এই মামলাটি প্রধান বিচারপতি দীপক মিশ্র-সহ পাঁচ বিচারপতির বেঞ্চে ওঠে। এই মামলার নির্দেশ পড়ে শোনাতে গিয়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, 'ভিন্ন মতামত গণতন্ত্রের সেফটি ভালভ হিসাবে কাজ করে। যদি এই সেফটি ভালভ না লাগানো হয় তাহলে প্রেসার কুকারে বিস্ফোরণ হবে।' মহারাষ্ট্রের কোরেগাঁও ভীমায় ১ জানুয়ারি দলিতদের সভায় ব্য়াপক গণ্ডগোল হয়। সেই হিংসার তদন্তে নেমে পুনে পুলিশ। তাঁরা দাবি করে এই হিংসার সঙ্গে ভারভারারা রাও-রা জড়িত। পুলিশ মাওবাদীদের লেখা একটি চিঠিও পায় বলে দাবি করে। এই চিঠিতে প্রধানমন্ত্রী হত্যার ছক ছিল বলেও পুলিশ দাবি করেছিল। মাওবাদীদের এই চিঠি-তে ভারভারারা রাও-সহ বেশ কয়েক জন অ্যাক্টিভিস্টের নাম ছিল বলেও দাবি করে পুলিশ।

এরপরই মঙ্গলবার বিকেল রাত পর্যন্ত হায়দরাবাদ, ফরিদাবাদ, মুম্বই, দিল্লি ও রাঁচি-র একাধিক স্থানে তল্লাশি চালায় পুলিশ ও গ্রেফতার করা হয় ৫ অ্যাক্টিভিস্টকে। স্বাভাবিকভাবেই ভারভারারাও রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালভেস ও গৌতম নওলাখা-র গ্রেফতারি এবং সমাজকর্মী স্ট্যানি স্বামীর রাঁচির বাড়িতে তল্লাশি-র ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কলকাতা-সহ দিল্লি, মুম্বই, হায়দরাবাদে প্রতিবাদ আছড়ে পড়ে।

এই গ্রেফতারির বিরোধিতা করে ঐতিহাসিক রোমিলা থাপার-সহ কয়েক জন সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন। তারই শুনানি হয় এদিন। ঐতিহাসিক রোমিলা থাপার অভিযোগ করেন, 'সুধা ভরদ্বাজ, মাওবাদ আদর্শে বিশ্বাসী ভারভারারা রাও, অরুণ ফেরেরা, গৌতম নওভলাখা, ভার্নন গঞ্জালভেস-এর গ্রেফতারি প্রমাণ করে ভিন্ন মত প্রকাশের অধিকারকে গুড়িয়ে দেওয়া হচ্ছে।' কোরেগাঁও ভীমা-র যে হিংসার ঘটনায় এঁদেচর গ্রেফতার করা হয়েছে তাতে নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন রোমিলা থাপার।

বিবৃতি জারি করে রোমিলা থাপার দাবি করেন, 'যারা মানবাধিকার নিয়ে লড়াই করছেন তাদের গ্রেফতার না করে বরং যারা দেশজুড়ে অশান্তি ছড়াচ্ছে, যুক্তিবাদীদের হত্যা করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, গণপিটুনিতে হত্যা করছে তাদের গ্রেফতার করাটা জরুরি। কীভাবে ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে পা দিয়ে মাড়িয়ে দেওয়া হচ্ছে তা কি এই গ্রেফতারি প্রমাণ করছে না? '

পুনে পুলিশের আবার দাবি, গ্রেফতার হওয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগের প্রমাণ মিলেছে শুধু নয় এরা রাজনৈতিক সিস্টেমে একটা অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র কষেছিলেন। এরা সকলেই একটা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই সন্ত্রাস তৈরি করার জন্য এরা পঁয়ত্রিশটা কলেজ থেকে সদস্যদের নিয়োগ করার প্রক্রিয়াও শুরু করেছিল বলে দাবি করেছে পুলিশ। এমনকী, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন প্রমাণ ছিল না তাই পুলিশি পদক্ষেপ হয়নি, এবার হাতে যথাযথ প্রমাণ এসে গিয়েছে, তাই এই ৫ অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করতেই হত ।

গ্রেফতার হওয়া ৫ অ্যাক্টিভিস্টকে বিতর্কিত আনলফুল অ্যাক্টিভিস্ট প্রিভেনশন অ্যাক্ট-এ অভিযুক্ত করা হয়েছে। এই অ্যাক্টে পুলিশ ওয়ারেন্ট ছাড়াএই অভিযুক্তের বাড়িতে তল্লাশি করতে পারে। এমনকী অভিযুক্তকে গ্রেফতারও করতে পারে। এমনকী এই অ্যাক্টটি টেরোরিস্ট অ্য়াক্ট-এর প্রয়োগের রাস্তাও করে দেয়। যার জেরে অভিযুক্তকে চার্জশিট ছাড়াই ১৮০ দিন হেফাজতে রাখতে পারে। যেখানে স্বাভাবিক ক্ষেত্রে অভিযুক্তকে ৯০ দিনের জন্য চার্জশিট ছাড়াই হেফাজতে রাখা যায়।

English summary
5 activist who were arrested by Puna Police must be kept in House Arrest. Supreme Court says in a direction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X