For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তালি এক হাতে বাজে না', তিস হাজারি সংঘর্ষ ইস্যুতে মন্তব্য শীর্ষ আদালতের

গত শনিবার দিল্লির তিস হাজারি কোর্টে হওয়া পুলিশ ও আইনজীবীদের মধ্যকার সংঘর্ষে দুই পক্ষই সমান দোষী বলে জানাল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে শীর্ষ আধালত বলে, "এক হাতে কেউ তালি বাজাতে পারে না।

Google Oneindia Bengali News

গত শনিবার দিল্লির তিস হাজারি কোর্টে হওয়া পুলিশ ও আইনজীবীদের মধ্যকার সংঘর্ষে দুই পক্ষই সমান দোষী বলে জানাল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে শীর্ষ আধালত বলে, "এক হাতে কেউ তালি বাজাতে পারে না। সমস্যা দুই তরফের থেকেই উৎপন্ন হয়েছে। আমরা এর থেকে বেশি কিছু বলব না। আমরা একটাই কারণে চুপ রয়েছি। এখানে কেই এটা বলতে পারবে না যে ওই পক্ষ এটা করেছিল বলে আমরা এভাবে আচরণ করতে বাধ্য হয়েছিলাম।"

সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ দুই পক্ষেরই

সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ দুই পক্ষেরই


আদালতে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান পুলিশকর্মীরা। তাঁরা বেশ কয়েক ঘণ্টা দফতর ঘেরাও করে রাখেন। এদিন তারা তাঁদের উর্দিতে কালো ব্যান্ড ও লাগান ঘটনার প্রতিবাদ জানাতে। প্রসঙ্গত, ঘটনার প্রতিবাদে সোমবার ধর্মঘট ডেকেছিলেন আইনজীবীরা। আর সেই ধর্মঘটের একদিন পরেই প্রতিবাদে রাস্তায় নামেন পুলিশকর্মীরাও।

প্রকাশ্যে এল মহিলা পুলিশ আধিকারককে হেনস্থার ভিডিয়ো

প্রকাশ্যে এল মহিলা পুলিশ আধিকারককে হেনস্থার ভিডিয়ো

এদিকে এরই মাঝে প্রকাশ পেয়েছে এক মহিলা পুলিশ আধিকারককে আইনজীবীদের নিগ্রহ করার ভিডিয়ো। প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই মহিলা পুলিশকর্মী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। ফুটেজে দেখা যাচ্ছে, চারদিকে আগুন। তার মধ্যে দাঁড়িয়ে ওই মহিলা পুলিশ আধিকারিক হাতজোড় করে মিনতি করছেন আইনজীবীদের কাছে। কিন্তু এরপরই উন্মত্ত আইনজীবীর দল‌ তাঁর এবং বাকি পুলিশদের উপরে চড়াও হচ্ছেন।

ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

এর আগে দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। রবিবার ছুটির দিনে দিল্লি হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টি নিয়ে বিশেষ শুনানি করা হয়। দিল্লি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি গর্গের নেতৃত্বে করা হবে এই বিচারবিভাগীয় তদন্ত। তাঁকে সহায়তা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি ও সিবিআই।

দুই পক্ষেরই জখম বেশ কয়েকজন

দুই পক্ষেরই জখম বেশ কয়েকজন

শনিবার হওয়া এই খণ্ডযুদ্ধের ঘটনায় দুই আইনজীবী গুরুতর জখম হয়েছেন বলে দাবি করেছে বার অ্যাসোসিয়েশন। এদের মধ্যে এক আইনজীবীর বুকে গুলি লেগেছে এবং তিনি অস্ত্রোপচারের পরে আইসিইউতে আছেন, দাবি করেছে সংস্থা। দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে মারাত্মক জখম অন্য আইনজীবীর হাতের দুটি আঙুল বাদ দিতে হয়েছে। এদিকে দিল্লি পুলিশের দাবি তাদের ৬টি জিপে আগুন লাগানো হয়েছিল, পুরো ঘটনায় জখম হন ২০ জন পুলিশ আধিকারিক।

উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

আদালত চত্বরে সামান্য গাড়ি পার্কিংয়ের বিবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া এই খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈও। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তা, আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও করেন প্রধান বিচারপতি।

মহিলা পুলিশ আধিকারিককে নিগ্রহ আইনজীবীদের, তিস হাজারি কোর্টের সংঘর্ষের নতুন ভিডিয়োতে চাঞ্চল্যমহিলা পুলিশ আধিকারিককে নিগ্রহ আইনজীবীদের, তিস হাজারি কোর্টের সংঘর্ষের নতুন ভিডিয়োতে চাঞ্চল্য

English summary
supreme court said that both lawyers and police are equally responsible for tis hazari court clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X