For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অফলাইনে বোর্ড পরীক্ষার বদলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন! দাবি খারিজ করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ছাত্রছাত্রীদের একটা অংশ অফলাইন পরীক্ষায় বসতে রাজি নয়। তারা অফলাইন পরীক্ষা বাতিলের আবেদেন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ নাগালের মধ্যে চলে এসেছে। বিভিন্ন রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। জনজীবন অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন স্কুলে (school) অফলাইন ক্লাস যেমন শুরু হয়েছে, পাশাপাশি পরবর্তী পরীক্ষাও (examination) যে অফলাইনে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যে এবারের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এছাড়াও সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষাও রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের একটা অংশ অফলাইন পরীক্ষায় বসতে রাজি নয়। তারা অফলাইন পরীক্ষা বাতিলের আবেদেন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

অফলাইনে বোর্ড পরীক্ষার বদলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন! দাবি খারিজ করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

এদিন সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে বলেছে, এই ধরনের আবেদন শুধু বিভ্রান্তিকরই নয়, ছাত্রছাত্রীদের সামনে মিথ্যা প্রতিশ্রুতিরও।
বিচারপতি খান উইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এই ধরনের আবেদনকে গুরুত্ব দেওয়ার অর্থ হল পুরো প্রক্রিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করা। কী ধরনের আবেদন করা হচ্ছে, তার খেয়াল রাখতে হবে। এব্যাপারে কর্তৃপক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি খানউইলকর।

সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছিল, সিবিএসই এবং অন্য রাজ্যের বোর্ডগুলি যারা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনে নিতে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে মূল্যায়নের বিকল্প পদ্ধতি তৈরি করা হোক। সিবিএসসির তরফে ২৬ এপ্রিল থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আনিসের হত্যাকাণ্ডে শুভেন্দুর মতকেই সমর্থন ধৃত পুলিশের পরিবারের! মমতার 'দুই' অবস্থান নিয়ে প্রশ্নআনিসের হত্যাকাণ্ডে শুভেন্দুর মতকেই সমর্থন ধৃত পুলিশের পরিবারের! মমতার 'দুই' অবস্থান নিয়ে প্রশ্ন

English summary
Supreme Court rejects petition seeking cancellation of offline Exam of class 10 and 12.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X