For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুদের ব্যাগের ওজন বাড়াতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ এক দেশ এক বোর্ডের আবেদন

শিশুদের ব্যাগের ওজন বাড়াতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ এক দেশ এক বোর্ডের আবেদন

Google Oneindia Bengali News

‌শুক্রবার সুপ্রিম কোর্ট পড়ুয়াদের জন্য '‌এক দেশ–এক বোর্ড’‌ নিয়ে জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে দিল। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে পড়ুয়াদের ওপর আরও বইয়ের বোঝা চাপানোর ইচ্ছা নেই।

ব্যাগের ওজন বাড়ছে দিন দিন

ব্যাগের ওজন বাড়ছে দিন দিন

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আবেদনকারী তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়কে বলেন, ‘‌আমাদের শিশুদের কাঁধে এমনিতেই ভারী ব্যাগ রয়েছে। ওই ব্যাগগুলি চাপে তাদের পিঠ ভেঙে যাচ্ছে। তার ওপর কেন আপনারা অতিরিক্ত বোঝা চাপাতে চাইছেন?‌' আদালত জানিয়েছে যে শিশুদের জন্য কিছু সহানুভূতি আছে এবং এমন কিছু চাপাবেন না যাতে শিশুদের স্কুল ব্যাগের ওজন বাড়ে।

শিশুদের যথাসম্ভব শিখতে দিন

শিশুদের যথাসম্ভব শিখতে দিন

আবেদনে আরও দাবি করা হয়েছে যে পুরো দেশের জন্য একটি সাধারণ শিক্ষাবোর্ড এবং একটি অভিন্ন পাঠ্যক্রম চালু করা হোক। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ উপাধ্যায়কে বলেন, ‘আপনার কাছে জিজ্ঞাসা করা সব কিছুই নীতির বিষয়। আপনি কি করে বললেন যে সব বোর্ডকে একত্রিত করতে হবে?‌ একটি বিশেষ ধরণের পাঠ্যক্রম রয়েছে কী? নয় এটা অথবা ওটা শেখান আমরা এটা বলতে পারি না। আদালতের পক্ষে এ সব বলা উচিত নয়।'‌‌

উপাধ্যায় শীর্ষ আদালতকে জানিয়েছেন যে ভিন্ন বোর্ড সম্পূর্ণ ভিন্ন পাঠ্যক্রমে পড়াশোনা করায়। শীর্ষ আদালত এ প্রসঙ্গে বলে, ‘বিভিন্ন পাঠ্যক্রম হতে পারে কারণ আমাদের দেশে বৈচিত্র্য প্রচার করতে হবে। ‌তাদের (শিশুদের) যথাসম্ভব শিখতে দাও।'‌ উপাধ্যায় তখন জোর দিয়েছিলেন যে তাঁর ওঠানো বিষয়গুলি গুরুত্বপূর্ণ।

সব কিছু বিচারযোগ্য নয়

সব কিছু বিচারযোগ্য নয়

বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‌গুরুত্বপূর্ণ তবে বিচারযোগ্য নয়। এখানে ১০০১টি ইস্যু রয়েছে যা গুরুত্বপূর্ণ হতে পারে তবে সবকিছুই বিচার্য নয়।' উপাধ্যায়ের আবেদনকে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব হিসাবে বিবেচনা করার প্রস্তাবও নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

বিজেপি নেতার জনস্বার্থ মামলা দায়ের

বিজেপি নেতার জনস্বার্থ মামলা দায়ের

প্রসঙ্গত ‘‌এক দেশ এক বোর্ড'‌ ৬-১৪ বছরের ছাত্র-ছাত্রীদের মধ্যে চালু করার বিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা ও বিশিষ্ট আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়েছে, দেশের সমস্ত শিক্ষা বোর্ডকে একত্রিত করে ‘‌ওয়ান নেশন এডুকেশন বোর্ড'‌ গড়তে হবে। অভিন্ন শিক্ষা ব্যবস্থা হলে তবেই দেশে প্রকৃত শিক্ষার প্রসার করা যাবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।

নির্বাচনী প্রচার ব্যবস্থাপককে সরালেন ট্রাম্প, জনমত সমীক্ষায় বাইডেনের পাল্লা ভারী হওয়াতেই ক্ষোভ ? নির্বাচনী প্রচার ব্যবস্থাপককে সরালেন ট্রাম্প, জনমত সমীক্ষায় বাইডেনের পাল্লা ভারী হওয়াতেই ক্ষোভ ?

English summary
No more books on children's backs, Supreme Court dismisses One Nation One Board's appeal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X