For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত নামই রয়েছে সংবিধানে, সুপ্রিম কোর্টে খারিজ দেশের নাম বদলের মামলা

ভারত নামই রয়েছে সংবিধানে, সুপ্রিম কোর্টে খারিজ দেশের নাম বদলের মামলা

Google Oneindia Bengali News

সংবিধানে প্রথম থেকেই রয়েছে ভারত নাম। কাজেই নতুন করে নাম বদলের আবেদনের কোনও অর্থই হয় না। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল দেশের নাম বদলের মামলা। প্রধান বিচরপতি এস এ ববদে জানান আগে থেকেই যেখানে সংবিধানে নাম পরিবর্তিত রয়েছে সেখানে এই নাম বদলের মামলার কোনও অর্থই হয় না।

মামলা খারিজ

মামলা খারিজ

সুপ্রিম কোর্টে দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত রাখার দাবি জানিয়ে মামলা করেছিলেন দিল্লির এক বাসিন্দা। বুধবার ছিল মামলার চূড়ান্ত শুনানি। প্রধান বিচারপতি এস এ ববদের নেতৃত্বাধীন বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধানে আগে থেকেই দেেশর নাম ভারত করা আছে। কাজেই এই মামলার কোনও প্রয়োজন নেই।

ইন্ডিয়া নয় ভারত হোক নাম

ইন্ডিয়া নয় ভারত হোক নাম

ইন্ডিয়া নয় ভারত হোক দেশের নাম। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া। সেই নাম এখনও বহাল রাখলে দেশের দাসত্বের কথা মনে করিেয় দেশের। দেশের স্বাধীনতার জন্য যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি সম্মান করা হয় না। সেকারণেই আদালতে নাম বদলের আবেদন জানিয়েছিলেন িদল্লির বাসিন্দা।

সংবিধান সংশোধনের দাবি

সংবিধান সংশোধনের দাবি

দিল্লির মামলাকারী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সংবিধান বদল করে ভারতেন নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করা হোক। কারণ ইন্ডিয়া নামে ব্রিটিশদের দাসত্বের মনো ভাব থেকে যায়। তাই শীর্ষ আদালতে তিনি আবেদন জানিয়েছিলেন দেশের নাম ইন্ডিয়া বদলে ভারত করা হোক।

নাম বদলের হুজুক

নাম বদলের হুজুক

যদিও বিজেপি সরকা ক্ষমতায় আসার পর থেকে একাধিক জায়গায় নাম বদল করে তার ভারতীয় করণ করা হয়েছে। এলাহাবাদে নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। মোঘলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় নাম রাখা হয়েছে। এরকম একাধিক জায়গান নাম বদল করেছে মোদী সরকার।

ঘূর্ণিঝড় নিসর্গ: দ্বারকার মন্দিরে আছড়ে পড়ল ঢেউ... এরপর! দেখুন ভাইরাল ভিডিওঘূর্ণিঝড় নিসর্গ: দ্বারকার মন্দিরে আছড়ে পড়ল ঢেউ... এরপর! দেখুন ভাইরাল ভিডিও

English summary
Supreme Court reject India name change case says constitution already have Bharat name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X