For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে মমতার পায়ে চোট! সিবিআইয়ের দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামের বিরুলিয়াতে আক্রান্ত হন তিনি। পায়ের ব্যাপট চট লাগে। কার্যত প্লাস্টার বেঁধেই ঘুরতে হচ্ছে তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামের বিরুলিয়াতে আক্রান্ত হন তিনি। পায়ের ব্যাপট চট লাগে। কার্যত প্লাস্টার বেঁধেই ঘুরতে হচ্ছে তাঁকে।

কিন্তু তাঁর এই ঘটনাকে ষড়যন্ত্র হিসাবেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে আঘাতের পিছনে বারবার বিজেপিকেই দায়ি করছেন। এমনকি নাম না করে শুভেন্দু অধিকারীকেও তাঁর পায়ে আঘাত লাগার জন্যে দায়ী করেছেন। নন্দীগ্রামে বসেই মমতা মন্তব্য করেন যে, তোর নির্দেশ ছাড়া কেউ এখানে এভাবে আঘাত করতে পারবে না আমাকে! কিন্তু আসল সত্যিটা কি? জল গড়ায় আদালত পর্যন্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত!

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত!

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হয়েছেন! তাঁর আহত হওয়ার পিছনের আসল সত্যিটা কি? আর তা জানতেই সিবিআই তদন্তের আরজি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উত্তরপ্রদেশের ৩ আইনজীবী। শনিবার সেই আবেদনটিরই শুনানি করে প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এই মামলার শুনানি শুরু হলে আদালত তা খারিজ করে দেয়।

সিবিআই চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

সিবিআই চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

ষড়যন্ত্র নাকি নিছক দুর্ঘটনা! সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন। তা মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে আরও একটি মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। সুরজিৎ সাহা এক সমাজকর্মী হাইকোর্টে আবেদন জানান, ত্রিস্তরীয় নিরাপত্তা সত্ত্বেও যেভাবে মুখ্যমন্ত্রী আহত হয়েছে, তা তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপের প্রয়োজন আছে। পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলে আর্জি জানান। সেই আবেদনের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টে দায়ের মামলায়

সুপ্রিম কোর্টে দায়ের মামলায়

দেশের শীর্ষ আদালতে তিন আইনজীবী যে মামলা দায়ের করেছেন তাতে আবেদন,''নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠে।'' ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন ধাক্কা দিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা নিজে। একাদিকবার তাঁর পায়ে চোট লাগার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। কোনও রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই ধরনের অভিযোগ করে, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। নন্দীগ্রামের ঘটনায় 'ষড়যন্ত্র'-র অভিযোগ যদিও আগেই খারিজ করেছে নির্বাচন কমিশন। কিন্তু আবেদনকারীদের মতে, দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে তাঁদের ভোটের গুরুত্ব রয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ। তাই এই ঘটনার সঠিক তদন্ত হলে, তাঁরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। একই সঙ্গে তাঁরা বুঝতে পারবেন, তাঁদের প্রভাবিত করাও সহজ হবে না।

নিছক দুর্ঘটনা বলছে কমিশন

নিছক দুর্ঘটনা বলছে কমিশন

এই ঘটনার পরেই নড়েচড়ে বসে কমিশন। দ্রুত রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে। একই সঙ্গে তদন্তের নির্দেশও দেওয়া হয়। সবদিক খতিয়ে দেখে জেলা প্রশাসনের রিপোর্ট, ষড়যন্ত্র নয়, নিছক দুর্ঘটনার ফলেই পায়ে আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক এই সংস্থা রিপোর্ট জমা পড়ে। যদিও তাতে বিশ্বাস নেই! সিট গঠন করে বিষয়টির আলাদা ভাবে তদন্ত করছে সিআইডি।

English summary
Supreme Court refuses to entertain a petition seeking a CBI investigation into the alleged incident at Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X