For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবতী'-র আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলা নিয়ে যা জানাল সুপ্রিমকোর্ট

'পদ্মাবতী'-ছবির আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলার আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

'পদ্মাবতী'-ছবির আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলার আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। এক আইনজীবী 'পদ্মাবতী' বিতর্কে পিটিশন দাখিল করার প্রেক্ষিতে, দেশেরে সর্বোচ্চ আদালত জানায় যে, সিবিএফসির কাজে আদালত দখলদারি করতে চায় না।

'পদ্মাবতী'-র আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলা নিয়ে যা জানাল সুপ্রিমকোর্ট

ফিল্ম থেকে দৃশ্য ছেঁটে ফেলার বিষয়ে সর্বোচ্চ আদালতের তরপে চিফ জাস্টিস দীপক মিশ্র জানিয়েছেন, ছবি এখনও সিবিএফসি সার্টিফিকেট পায়নি। ফলে সিবিএফসি-র কাজের বিষয়ে মাথা গলাবে না সুপ্রিম কোর্ট। পিটিশনে , ছবির যেসব দৃশ্যে ঐতিহাসিক চরিত্রকে বিকৃত রূপ দেওয়া হয়েছে, তা ছেঁটে ফেলার আবেদন করা হয়। উল্লেখ্য, এই দৃশ্যগুলি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন রাজপুত কার্নি সেনার সদস্যরা।

[আরও পড়ুন:'পদ্মাবতী' কি আদৌ মুক্তি পাবে এই বিজেপি শাসিত রাজ্যে ! সংশয় উস্কে দিলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:'পদ্মাবতী' কি আদৌ মুক্তি পাবে এই বিজেপি শাসিত রাজ্যে ! সংশয় উস্কে দিলেন মুখ্যমন্ত্রী]

এদিকে, সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় থাকা বনশালীর 'পদ্মাবতী' শিবির গতকালই মুক্তির দিন পিছিয়ে কিছুটা ব্যাকফুটে। সিবিএফসি-র তরফে জানানো হয়েছে, একমাত্র নির্দিষ্ট নিময় মেনেই আবেদন পত্র পাঠালে তা ফের বিবেচনা করা হবে। প্রসঙ্গত, এর আগে
সিবিএফসি জানিয়েছিল, ছবির মুক্তির বিষয়ের আবেদন পত্র সম্পূর্ণ 'ফিল আপ' করে পাঠানো হয়নি 'পদ্মাবতী'র প্রযোজকদের তরফে।

English summary
he Supreme Court today refused to ban the controversial film Padmavati, saying it is not inclined in the matter. The apex court also underlined the role of the Central Board of Film Certification (CBFC), and said a court cannot assume that role.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X