For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামী যৌনতা আর অপরাধ বলে গণ্য হবে না, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সমকাম যৌনতা আর অপরাধ নয়। ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে।

Google Oneindia Bengali News

সমকাম যৌনতা আর অপরাধ নয়। ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। সমকাম মানুষের মৌলিক অধিকার বলে জানিয়ে দিয়েছে এই বেঞ্চ।

দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে।

সুপ্রিম কোর্টের এদিনের রায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামীদের মধ্যে যৌন সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা যাবে না। যদিও, এই ধারায় পশুদের সঙ্গে মানুষের যৌন সম্পর্ককে অপরাধ বলেই গণ্য করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একটা মানুষের শরীরের ভিতরে থাকা জেনেটিক ফর্মেশন কেমন হবে তা তার হাতে থাকে না। একটা মানুষের সমকামী হওয়াটা জিন ঘটিত ব্যাপার। সুতরাং, বাকি অন্যদের মতোই সমকামীদেরও স্বাভাবিক অধিকার রক্ষার স্বাধীনতা পাওয়া উচিত বলেও মত দেয় শীর্ষ আদালত।

ঐতিহাসিক রায়দানের পরই এলজিবিটি কমিউনিটির মধ্যে উৎসব শুরু হয়ে যায়। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু সবখানেই এলজিবিটি কমিউনিটির সদস্যরা সেলিব্রেট করতে শুরু করেন। আনন্দে অনেকে কেঁদেও ফেলেন।

দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছেন সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই জানানো হয়েছিল যে এই নিয়ে ৬ সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে। ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। ব্রিটিশ আমলে তৈরি এই আইন-এর যৌক্তিকতা নিয়ে বহু বছর ধরে বিতর্ক তৈরি হয়। নরেন্দ্র মোদী সরকারও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিয়েছিল। শীর্ষ আদালতও বুঝিয়ে দিয়েছিল ৩৭৭-এ সমকামী সম্পর্ককে যে অপরাধ বলে গণ্য করা হয়েছে তা বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়। তাই সমকামীরা আশা করছিলেন শীর্ষ আদালত ৩৭৭-কে নির্মূল করার পক্ষেই রায় দেবে। তাঁদের আশার পক্ষেই বৃহস্পতিবার ঐতিহাসিক রায় শোনাল শীর্ষ আদালত।

[আরও পড়ুন: সমকামকে বৈধতা দিয়ে কী বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি][আরও পড়ুন: সমকামকে বৈধতা দিয়ে কী বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি]

শীর্ষ আদালত আগেই জানিয়েছিল এরকমটা ভাবার কোনও কারণ নেই যে সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক না থাকলে সমাজে কোনও অপরাধ সংঘটি হবে না। আরও জানানো হয়েছিল যে, সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক যদি মেনে নেওয়া না যায় তাহলে সমাজের কলঙ্ক ও বঞ্চনা চলতেই থাকবে। এমনকী ৩৭৭-কে রেখেও দেওয়া হয় তাহলেও সমস্ত দিক থেকেই এতে বলা অপরাধ-এর প্রয়োজনীয়তাকে বিচার করা দরকার বলেও জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।

[আরও পড়ুন: সমকামী হিসাবে বলিউডে কাদের নিয়ে গুঞ্জন রয়েছে! কয়েকটি তথ্য ][আরও পড়ুন: সমকামী হিসাবে বলিউডে কাদের নিয়ে গুঞ্জন রয়েছে! কয়েকটি তথ্য ]

[আরও পড়ুন: সমকাম-বৈধতা নিয়ে ঐতিহাসিক রায় ঘিরে কী বলছে বলিউড! প্রতিক্রিয়া করণ থেকে প্রীতির ][আরও পড়ুন: সমকাম-বৈধতা নিয়ে ঐতিহাসিক রায় ঘিরে কী বলছে বলিউড! প্রতিক্রিয়া করণ থেকে প্রীতির ]

{document1}

English summary
LGBT community were demanding to de-criminalise the Sec 377 ipc. Even in July hearing SC also hinted the demand must be taken into account.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X