For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যভিচারে কি শাস্তির আওতায় পড়বে মহিলারাও! বুধবার সুপ্রিম কোর্টের আরও এক বড় রায়ের অপেক্ষা

বুধবার শীর্ষ আদালত ব্যভিচার নিয়ে রায় শোনাবে।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বহুচর্চিত আধার মামলার রায় দিয়েছে। আধার কার্ডকে সাংবিধানিক বৈধতা দিলেও আধার আইনের বেশ কয়েকটি নিয়মকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। এবার বুধবার শীর্ষ আদালত ব্যভিচার নিয়ে রায় শোনাবে।

ব্যাভিচারে কি শাস্তির আওতায় পড়বে মহিলারাও! বুধবার রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ, যাঁর নেতৃত্বে রয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্র, এই সংক্রান্ত রায় নিয়ে সাংবিধানিক বেঞ্চের মতামত চেয়েছিলেন। ব্যভিচারে শাস্তিযোগ্য আইন সংবিধান সম্মত নয় বলে যে আবেদন করা হয়, তার প্রেক্ষিতে অগাস্ট মাসে রায় মুলতুবি রাখা হয়েছিল।

সংবিধানের ৪৯৭ নম্বর ধারার ব্যভিচার আইন মোতাবেক, কোনও বিবাহিতা মহিলা স্বামীর অসম্মতিতে কোনও পর পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে সেই পুরুষ শাস্তি পাওয়ার যোগ্য হন, মহিলা নন। ঘুরিয়ে বললে, সম্মতি নিয়ে অন্য বিবাহিত মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে পুরুষের শাস্তি হয়। মহিলার নয়। ৪৯৭ নম্বর ধারার এই আইন বদলের দাবি জানিয়েই সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। এই ধারাটিকে লিঙ্গ নিরপেক্ষ করার দাবি তোলা হয়েছে। অর্থাৎ আদালত রায় বদল করলে মহিলারাও

[আরও পড়ুন:আধার আইনকে কেন অসাংবিধানিক বললেন বিচারপতি চন্দ্রচূড়][আরও পড়ুন:আধার আইনকে কেন অসাংবিধানিক বললেন বিচারপতি চন্দ্রচূড়]

সরকার এই আইনের বদলের বিরোধিতা করেছিল। যা নিয়ে আদালত প্রশ্ন তোলে। কেন আজকের যুগে পুরুষ-নারীর জন্য আলাদা নিয়ম হবে তা জানতে চাওয়া হয়। ব্যভিচার ভারতে শাস্তিযোগ্য একটি অপরাধ। এর সর্বোচ্চ সাজা পাঁচ বছর পর্যন্ত হতে পারে। সঙ্গে জরিমানাও হতে পারে। আদালত বুধবার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই সকলের চোখ থাকবে।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের][আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আধার রায় নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের]

[আরও পড়ুন: আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: আধারের সাংবিধানিক বৈধতাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট]

English summary
Supreme Court to pronounce judgment on Adultery law on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X