For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NEET-PG ভর্তিতে ২৭ শতাংশ OBC এবং ১০ শতাংশ পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণে অনুমোদন সুপ্রিম কোর্টের

NEET-PG ভর্তিতে ২৭ শতাংশ OBC এবং ১০ শতাংশ পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণে অনুমোদন সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

নিট পিজির ভর্তির ক্ষেত্রে ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আসন সংরক্ষণের অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। ওবিসিদের জন্য ২৭ শতাংশ আসন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ আসনের সংরক্ষণ দেওয়া হয়েছে। ২০২১-২২ বর্ষের ভর্তির ক্ষেত্রে এই সংরক্ষণের নিয়ম মানতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

NEET-PG ভর্তিতে ২৭ শতাংশ OBC এবং ১০ শতাংশ পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণে অনুমোদন সুপ্রিম কোর্টের

অবশেষে সমস্যা মিটল। নিট-পিজি ভর্তিতে আসন সংরক্ষণ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাল সুপ্রিম কোর্ট। শুক্রবার অজয় ভূষণ পাণ্ডের কমিটির করা প্রস্তাবেই সায় দিয়েছে শীর্ষ আদালত। এই কমিটি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের বাছাইয়ের ক্ষেত্রে ৮ লক্ষ ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করেছিল। শীর্ষ আদালত সেটা মেনে নিয়েছে।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ শুক্রবার নিট পিজিতে ভর্তির ক্ষেত্রে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা বলেছে।

অজয় ভূষণ পাণ্ডে কমিটিতে ছিলেন ICSSR ভিকে মলহোত্রা, প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইসার সঞ্জীব সান্যাল অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণের জন্য ৮ লক্ষ ক্রাইটেরিয়ার কথা জানিয়েছিলেন। গত শুনানিক আগেই সেগুলি আদালতে পেশ করেছিলেন তাঁরা। কারণ ইডবলু এস একেবারেই সমাজে অর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি নয় বলে দাবি উঠেছিল। সুপ্রিম কোর্ট প্রথম এই নিয়ে আপত্তি জানিয়েছিল। তারপরেই শীর্ষ আদালত এই নিয়ে নতুন করে ক্রাইটেরিয়া তৈরি করতে বলে।

তারপরেই নতুন করে ৮ লক্ষ ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করে ওবিসি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য আবেদন জানিয়েছিল তারা। তাতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদলত। যে কমিটি প্রস্তাবিত ক্রাইটেরিয়া অনুযায়ী নিট-পিজিতে ভর্তির েক্ষত্রে ২৭ শতাংশ এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ বহাল থাকবে।

English summary
Supreme Court permitted quota 27% for OBCs and 10% for economically weaker sections in NEET-PG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X