For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে ফের খুলছে ডান্স বার, মহারাষ্ট্র সরকারের নির্দেশ মান্যতা পেল না সুপ্রিম কোর্টে

মুম্বইয়ে মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞাকে রদ করে ডান্স বার খোলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞাকে রদ করে ডান্স বার খোলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ডান্স বার খোলার প্রয়োজনীয় ব্যবস্থা করতে দেবেন্দ্র ফড়নবীশের সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

মুম্বইয়ে ফের খুলছে ডান্স বার

মুম্বইয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ডান্স বার খোলা রাখা যাবে। সুরা পরিবেশন যেন করা যাবে, তেমনই সিসিটিভি লাগানোর বিষয়টিও আদালত নাকচ করে দিয়েছে।

শুধু তাই নয়, নাচের সময় টিপসও দেওয়া যাবে। তবে টাকা ওড়ানোর যে রীতি ছিল তা বন্ধ করতে বলেছে শীর্ষ আদালত। এছাড়া বিদ্যালয় বা ধর্মস্থানের এক কিলোমিটারের মধ্যে ডান্স বার না রাখার যে নির্দেশ মহারাষ্ট্র সরকার দিয়েছিল, সেটাও বাতিল করা হয়েছে।

ডান্স বারের ওপরে এত ধরনের নিষেধাজ্ঞা নিয়ে রাজ্য সরকারের মত ছিল এর ফলে অসামাজিক মানুষের আনাগোনা কমবে। এদিন আদালত জানিয়েছে, এভাবে মানুষের চরিত্র বিচার করা যায় না। ফলে মহারাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে ডান্সবার খোলার পক্ষেই শীর্ষ আদালত রায় দিয়েছে।

English summary
Supreme Court paves way for opening of dance bars in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X