For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

১৭ বছরের লড়াইয়ের পর অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন ২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানো।

  • |
Google Oneindia Bengali News

১৭ বছরের লড়াইয়ের পর অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন ২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানো। যে অত্যাচারের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তাতে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তবে এদিন সুপ্রিম কোর্ট তাঁকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে গুজরাত সরকারকে।

বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

এর পাশাপাশি বিলকিস বানোকে চাকরি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার সময় বিলকিস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময়ে হামলায় বিলকিসের পরিবারকে মেরে ফেলা হয়। খুন করা হয় তাঁর দুই বছরের কন্যা সন্তানকেও।

গুজরাত দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

[আরও পড়ুন:রাফালে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, অনুতপ্ত রাহুলকে মিথ্যাবাদী বলল বিজেপি][আরও পড়ুন:রাফালে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, অনুতপ্ত রাহুলকে মিথ্যাবাদী বলল বিজেপি]

এছাড়া বম্বে হাইকোর্ট যাদের দোষী সাব্যস্ত করেছে, তাদের শাস্তির বন্দোবস্তও দুই সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। এর আগে গুজরাত সরকার ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। যা নাকচ করে সর্বোচ্চ আদালতে বিলকিস বানো আবেদন করেন। তারই প্রেক্ষিতে ক্ষতিপূরণের পরিমাণ দশ গুণ বাড়িয়ে দিয়েছে আদালত।

এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

[আরও পড়ুন: হলফনামার জবাব দিতে রাজীব কুমারকে 'দাবি' মতো সময় নয়! সাফ জানাল সর্বোচ্চ আদালত][আরও পড়ুন: হলফনামার জবাব দিতে রাজীব কুমারকে 'দাবি' মতো সময় নয়! সাফ জানাল সর্বোচ্চ আদালত]

English summary
Supreme Court orders Rs 50 lakh compensation to gangrape survivor Bilkis Bano in 2002 Gujarat riots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X