For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদ এনকাউন্টার কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ সুপ্রিমকোর্টের, কমিশনে রয়েছেন তিন বিচারপতি

হায়দরাবাদ এনকাউন্টার কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। আজ এই মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি এসএ বোবদের এজলাশে।

Google Oneindia Bengali News

হায়দরাবাদ এনকাউন্টার কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। আজ এই মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি এসএ বোবদের এজলাশে। শনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, 'আমাদের মনে হয়েবিষয়টির একটি নরপেক্ষ ও স্বতন্ত্র তদন্ত হওয়া প্রয়োজন।' এদিকে তিন সদস্যেরক তদন্ত কমিটির মাথায় রাখা হয়েছে বিচারপতি ভিএস সিরপুরকারকে।

তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

আজ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, 'আমরা এটা বলছি না যে আপনারা দোষী (সাইবারাবাদ পুলিশ)। তবে আমরা একটি তদন্তের নির্দেশ দেব। আপনারা তদন্তে সাহায্য করুন। ৬ মাসের মধ্যে এই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হবে।'

প্রধান বিচারপতির বক্তব্য

প্রধান বিচারপতির বক্তব্য

এদিকে প্রধান বিচাপতি শুনানি চলাকালীন আরও বলেন, 'যদি মনে হয় যে এই বিষয়ে সাইবারাবাদ পুলিশের সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে তবে আমাদের হাতে কিছু নেই। তবে যদি এটা বলা হয় যে অভিযুক্ত পলিশকর্মীরা নির্দোষ তবে মানুষের সেই সত্যিটা জানা উচিত। আমরা এমনি এমনি কোনও কিছু মেনে নিতে চাই না। তদন্ত হোক।'

২৭ নভেম্বর ঘটে নৃশংস ঘটনাটি

২৭ নভেম্বর ঘটে নৃশংস ঘটনাটি

২৭ নভেম্বর ঘটে হায়দরাবাদে একটি নৃশংস ঘটনা ঘটে। হায়দরাবাদের থেকে কিছুটা দূরের শামসাবাদে ধর্ষণ করে পুরিয়ে মারা হয় একজন পশু চিকিৎসককে। সেই ঘটনায় অভিযুক্ত চারজনকে গত সপ্তাহের শুক্রবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করানো হয়। সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষঅটা করলে পুলিশ চার অভিযুক্তকেই গুলি করে।

এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের

এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের

ঘটনা প্রসঙ্গে সাইবারাবাদ পুলিশ প্রধান ভিসি সজ্জানার বলেন, 'আইন নিজের কর্তব্য করেছে।' অভিযুক্তরা কী ভাবে পুলিশের উপর হামলা চালায়। সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, 'অভিযুক্তরা আমাদের পাথর ও ধারালো বস্তু ছুঁড়ে মারছিল এবং আমাদের আগ্নেয়াস্তর কেড়ে নিতে চাইছিল। তাই পাল্টা গুলি চালাতে হয় আমাদের। ওদেরকে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷'

তৃণমূল-বাম-কং বাঙালি বিরোধী, নাগরিকত্ব বিল ইস্যুতে তোপ দিলীপেরতৃণমূল-বাম-কং বাঙালি বিরোধী, নাগরিকত্ব বিল ইস্যুতে তোপ দিলীপের

'অসমে আপনার টুইট কেউ পড়তে পারেনি ইন্টারনেট বন্ধের জন্য' , CAB ইস্যুতে মোদীকে কটাক্ষ কংগ্রেসের'অসমে আপনার টুইট কেউ পড়তে পারেনি ইন্টারনেট বন্ধের জন্য' , CAB ইস্যুতে মোদীকে কটাক্ষ কংগ্রেসের

English summary
Supreme Court orders a three member judicial inquiry into Hyderabad Encounter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X