For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক বিক্ষোভ সমাধানে কমিটি গঠনের নির্দেশ, কারা রয়েছেন সেই বিশেষজ্ঞ কিমিটিতে একনজরে

কৃষক বিক্ষোভ সমাধানে কমিটি গঠনের নির্দেশ, কারা রয়েছেন সেই বিশেষজ্ঞ কিমিটিতে একনজরে

Google Oneindia Bengali News

কৃিষ আইনে স্থগিতাদেশ দিয়ে কৃষকদের সমস্যা সমাধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণে কাজ করবে এই কমিটি। কেন্দ্রের প্রতিনিধির পাশাপাশি এই কমিটিতে থাকছেন কৃষকদের প্রতিনিধিও। উভয় পক্ষের বক্তব্য শুনে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত।

কৃষক বিক্ষোভ সমাধানে কমিটি গঠনের নির্দেশ, কারা রয়েছেন সেই বিশেষজ্ঞ কিমিটিতে একনজরে

কমিটিকে থাকছেন ভূমেন্দর সিং মান (বিকেইউ), অনিল ঘনাওয়ান্ত ক্ষেতারি সংগঠন, কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি ও আন্তর্জাতিক খাদ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রমোদ কে যোশী। এই চার জনকে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তাঁরা কৃষকদের সঙ্গে বৈঠক করে সমাধান সূত্র খোঁজার েচষ্টা করবেন। কৃষি আইন নিয়ে কৃষকদের অভিযোগ এবং দাবি জানবেন। কৃষকা যদিও বরাবরই কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছে। সেই দাবি মেনেই আপাতত কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সেই স্থগিতাদেশ অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল রাখা যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের এই রায়কে নিজেদের জয় বলেই মনে করছেন কৃষকরা। কিন্তু এখনও তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে আন্দোলনের সময় বৃদ্ধ , মহিলা ও শিশুদের না নিয়ে আসার অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। কারণ এতে প্রাণহানির আশঙ্কা থাকে। এদিকে গত ৪০ দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। মোদী সরকারের সঙ্গে ৮ দফায় বৈঠক হয়েছে তাঁদের। কিন্তু কোনও বৈঠকেই সমাধান সূত্র বেরোয়নি।

শোভন চটির মতো মন্ত্রিত্ব ছাড়েননি, কেন ছেড়েছিলেন তার ব্যাখ্যা দিলেন স্ত্রী রত্নাশোভন চটির মতো মন্ত্রিত্ব ছাড়েননি, কেন ছেড়েছিলেন তার ব্যাখ্যা দিলেন স্ত্রী রত্না

English summary
Supreme court order to form special committee for Farmers on Farm law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X