For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহিরাগতদের তাজ মহলে নামাজ পড়া নিষিদ্ধ, এক্ষেত্রে ধর্মকেও গুরুত্ব দিচ্ছে না সর্বোচ্চ আদালত

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাজমহল চত্ত্বরের মসজিদে আগ্রার বাইরের ব্যক্তিদের নামাজ পড়তে দেওয়া হবে না।

Google Oneindia Bengali News

'বহিরাগত'দের তাজমহলে নামাজ নিষিদ্ধ করলো ভারতের সর্বোচ্চ আদালত। শুধু আগ্রার বাসিন্দারাই উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে তাজমহল মসজিদে শুক্রবার করে নামাজ পড়তে পারবেন। তাজমহল পৃথিবীর সাত আশ্চর্যের একটি। তাই এই স্থাপত্যের রক্ষণাবেক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই বাইরের লোকেদের তাজমহল চত্ত্বরের মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছে সুপ্রীম কোর্ট।

বহিরাগতদের তাজ মহলে নামাজ পড়া নিষিদ্ধ

এক আগে গত ২৪ জানুয়ারি আগ্রার জেলা প্রশাসন জানিয়েছিল স্থানীয়দের বাইরে আর কাউকে তাজমহল চত্তরে নামাজ পড়তে দেওয়া হবে না। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রীম কোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তেই স্ট্যাম্প দিল সুপ্রিম কোর্ট। সাফ জানাল, তাজের মতো আশ্চর্য স্থাপত্যের ক্ষেত্রে ধর্ম পালনের অধিকারের চেয়েও রক্ষণাবেক্ষণকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শুক্রবার তাজমহল দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। ওই দিন তাজমহল চত্ত্বরের মসজিদে নামাজ পড়েন স্থানীয়রা। কিন্তু গত কয়েক বছর ধঝরেই অভিযোগ উঠছিল, আগ্রার বাইরে থেকে আসা ভ্রমণার্থীরা এমনকী বাংলাদেশ থেকে আসা বেশ কিছু মানুষও শুক্রবার নামাজ পড়ার ছলে তাজ তত্ত্বরে প্রবেশ করছেন। নামাজ পড়ার নামে ঘুরে বেড়াচ্ছেন পাঁকা তাজমহলে। এতে স্থাপত্যটির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। আর তার জন্যই আগ্রার ডিএম ওই সিদ্ধান্ত নেন। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সিদ্ধান্তই বহাল রইল।

এখানেই শেষ নয়, এরপরেও যদি নিরাপত্তার ফাঁক গলে কোনও বহিরাগত শুক্রবার তাজ চত্তরবে প্রবেশ করে, তাহলে অবিলম্বে ডিএমকে খবর দিতে বলা হয়েছে ওই নির্দেশে। এর আগে ২০১৩ সালে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগও একই নির্দেশ জারি করেছিল। কিন্তু তা কার্যক্ষেত্রে প্রযুক্ত হয়নি। এবার আদালতের নির্দেশে কতটা কাজ হয়, সেটাই দেখার।

English summary
The Supreme Court on Monday ordered not to allow prayers by outsiders of Agra at the mosque on the premises of the Taj Mahal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X